নিউজ ডেস্ক :- রেল একটা গণ পরিবহণ । রেল পরিষেবা লকডাউনে বন্ধ । এমতাবস্থায় আম জনতা চেয়ে আছে কবে স্বাভাবিক হবে রেল পরিষেবা । সেপ্টেম্বর মাসের লকডাউন নিয়ে জানিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকে। বুধবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, রাজ্য সরকার হচ্ছে নির্ধারক সংস্থা। কেন্দ্র সরকার শুধু সিদ্ধান্ত জানিয়ে দেয়, বাস্তব রূপ দেয় রাজ্য সরকার।
সুতরাং রাজ্য সরকারের ওপর বিশ্বাস রাখতেই হবে কেন্দ্র সরকারকে। কেন্দ্রকে নিশানা করে মমতার মন্তব্য, আকাশে বসে সব সিদ্ধান্ত নেওয়া যায় না। সিদ্ধান্ত নিতে হলে মাটিতে নেমে নিচুতলার থেকে কাজ করতে হয়। প্রসঙ্গত, চলতি মাসের ৭, ১১ এবং ১২ তারিখ নির্ধারিত সূচি অনুযায়ী সম্পূর্ণ লকডাউন হবে বলেও এদিন ফের জানিয়ে দেন মমতা।
অন্যদিকে মেট্রো রেল চলাচল নিয়েও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, মুখ্যসচিবে সঙ্গে রেল কর্তৃপক্ষের কথা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রেল চলতে পারে। তবে পুরোটাই এখন আলোচনা পর্বে রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। সবদিক খতিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।