নিজস্ব সংবাদদাতা, মালদা,লোকসভা নির্বাচনের পরে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর মালদার রাজনৈতিক মহল।কোথাও কংগ্রেস ও তৃণমূল আবার কোথায় ও বিজেপি ও তৃণমূল সংঘর্ষের ঘটনা।রতুয়া ভগবানপুরের পর ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই আবার সংঘর্ষের ঘটনা ঘটলো রতুয়া-২ ব্লকের সিমলা গ্রামে।জানাযায় রতুয়া-২ ব্লকের পুখুরিয়া থানার সিমলা গ্রামে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন অভিযোগ বিজেপির বিরুদ্ধে ঘটনায় আহত আরো কয়েকজন। ঘটনার সূত্রপাত ওই গ্রামে চলছিল ধর্মীয় কীর্তন সেখানে দায়িত্বভার দেওয়া হয়েছিল তৃণমূল কর্মীদের, বিজেপি কর্মীদের দায়িত্ব না দেওয়াই রাগের বসে জনাকয়েক বিজেপি কর্মী হামলা চালায় তৃণমূল কর্মীদের ওপর দুই পক্ষের শুরু হয় হাতাহাতি এর মধ্যে তৃণমূল কর্মী সনাতন মহালদারকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। একই সাথে আহত হয় বেশ কয়েকজন এমনটাই অভিযোগ তৃণমূলের।গভীর রাতে সনাতনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা বাকি আহতদের চিকিৎসা চলছে আড়াইডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।এই ঘটনায় তীব্র উত্তেজনা রয়েছে সিমলা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুখুরিয়া থানার পুলিশ ঘটনায় জড়িত ৪ জনকে আটক করেছে পুলিশ বাকি অভিযুক্তরা পলাতক।