ভোট পরবর্তী হিংশায় শাসক দলের মার কংগ্রেস কর্মীদের কে
নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা মুর্শিদাবাদ:- ২৩শে এপ্রিল ,তৃতীয় দফার ভোটগ্রহণ শেষ কিন্তু শেষ হয় নি ভোটের হিংসা । রাজনৈতিক সংঘর্ষ এখনো চলছে বিভিন্ন এলাকায়।মুর্শিদাবাদ জেলার নানান প্রান্ত থেকে অহরহ পাওয়া যাচ্ছে রাজনৈতিক হিংসার খবর।ঠিক এরই ধারাবাহিকতায় মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার ভাসাইপাইকর অঞ্চলের কংগ্রেসের অঞ্চল সভাপতিকে মারধর করার অভিযোগ উঠলো।গুরুতর আহত অবস্থায় মহম্মদ আব্দুল খালেক নামে ওই কংগ্রেস কর্মী অনুপনগর ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি।
কংগ্রেসের অভিযোগ, স্থানীয় কংগ্রেস কার্যালয় থেকে আব্দুল খালেক মোটর বাইকে করে বাড়ি ফেরার পথে তাকে তৃণমূল আশ্রিত দুর্বৃত্তরা ধাওয়া করে এবং লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক ভাবে মারধর করে। এই ঘটনায় তৃণমূলের ছয় নেতা কর্মীর নামে সামসেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মারধর করার অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এই ঘটনায় পুলিস এখনো কাওকে গ্রেপ্তার করতে পারে নি। গোটা রাজ্য জুড়েই চলছে এখন ভোটের গরমাগরম রাজনীতি।