সামসেরগঞ্জের ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের ত্রাণ বিতরণ করল জমিয়তে আহলে হাদিস পশ্চিমবাংলার মুর্শিদাবাদ শাখা

Spread the love

নিজস্ব সংবাদদাতা :- মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকায় গঙ্গা ভাঙ্গনের ফলে বহু মানুষ গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। মানুষের সঞ্চিত অর্থের অধিকাংশ খরচ হয় বসতবাড়ির জন্য। আর সে বাড়ি চোখের সামনে নদীগর্ভে বিলীন হওয়ার ফলে বেশকিছু গ্রামের মানুষ নিঃস্ব রিক্ত হয়ে পড়েছে। সেই সমস্ত অসহায় পরিবারের জন্য এগিয়ে এসেছে
জমিয়তে আহলে হাদিস পশ্চিমবাংলার শাখা সংগঠন মুর্শিদাবাদ জেলা এবং সেই সাথে সরলপথ এডুকেশনাল এ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট (উমরপুর) ও সরলপথ এডুকেশনাল এ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (বেলডাঙ্গা)। তাদের যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত মানুষদের মাঝে আজ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ করা হয় কাঁকুড়িয়া কমিউনিটি হলে। ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় সামসেরগঞ্জ ব্লকের ধানগড়া, হিরানন্দপুর, ধুসরিপাড়া এলাকার মোট ৬৫টি পরিবারকে হাতে।

ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়তে আহলে হাদিস পশ্চিমবাংলার রাজ্য সভাপতি শায়েখ আব্দুল্লাহ সালাফী, রাজ্যের কোষাধক্ষ্য মাস্টার আব্দুল ওদুদ, মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক মাস্টার মহঃ কুতুবুদ্দিন, মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সভাপতি ফাইজুদ্দিন আসারী, শায়েখ নাজমে আলম সানাবিলী, সরলপথ এডুকেশনাল এ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক শায়েখ তুজাম্মেল হক সালাফী , সরলপথ অ্যাকাডেমির প্রধান শিক্ষক রুহুল আমিন, সামসেরগঞ্জ ব্লকের সভাপতি রফিকুল ইসলাম তৎসহ ব্লকের শীর্ষ নেতৃত্ব ও কর্মীবৃন্দ। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.