করোনা’য় আক্রান্ত হয়ে বেহালার ১১৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন সিপিএম কাউন্সিলর অজয় অধিকারী প্রয়াত
পরিমল কর্মকার (কলকাতা) : বেহালার ১১৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অজয় অধিকারী (৬২) সোমবার (৭ সেপ্টেম্বর) অকালেই প্রয়াত হলেন। তিনি রেখে গিয়েছেন তাঁর স্ত্রী ও একমাত্র কন্যাকে। করোনা’য় আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু ঘটেছে বলে খবর।
জানা গিয়েছে, গত ১৫ আগস্ট সকাল থেকেই অজয়বাবু শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন। তখন তাঁকে স্থানীয় তৃণমূল কাউন্সিলর তারক সিং ও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সহযোগিতায় কলকাতার নীলরতন সরকার হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে সারাদিন ভর্তি থাকলেও তেমন কোনও চিকিৎসা পরিষেবা না পাওয়ায় ওইদিনই তাঁকে একবালপুর নার্সিং হোমে ভর্তি করা হয় বলে সূত্রের খবর।
১৫ আগস্ট একবালপুর নার্সিং হোমে ভর্তি হলেও, শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ১৭ আগস্ট থেকে অজয়বাবুকে ভেন্টিলেশনে রাখা হয়। সেই থেকে টানা ২৪ দিন নার্সিং হোমেই ছিলেন তিনি। মাঝে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও, আবার অবনতি হতে থাকে। জানা গিয়েছে, তিনি করোনা’য় আক্রান্ত হয়েছিলেন। শেষপর্যন্ত সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে মৃত্যু হয় তাঁর।
উল্লেখ্য, তাঁর পাড়ার ক্লাব বেহালা মিতালী সংঘের মাঠে সারা বছর নানা খেলাধুলার মধ্যে জড়িয়ে ছিলেন তিনি। বেহালায় ফুটবলার হিসেবে তাঁর খ্যাতিও ছিল। বহুদিন ধরে বিভিন্ন জায়গায় ফুটবল খেলায় রেফারিংও করতেন তিনি।
বামপন্থী মনোভাপন্ন অজয় অধিকারী ২০০৪ সালে ১১৮ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনে সিপিএম প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন। তারপর ২০০৫ সালেও পুরসভা নির্বাচনে জয়ী হন। ২০১০ সাল পর্যন্ত তিনি এই এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। সহজ-সরল-আলাপী ও সাদাসিধা-জীবনযাপনে অভ্যস্ত অজয়বাবু দলমত নির্বিশেষে সকলেরই খুব কাছের মানুষ ছিলেন।
তাঁর অকাল প্রয়াণে পাড়ার ক্লাব মিতালী সংঘ থেকে শুরু করে বেহালায় বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।