অয়ন বাংলা,ডেস্ক : আকাশ থেকে পড়ল বিশাল বরফের চাঁই ৷ জনবহুল এলাকাতে বরফের চাঁইটি সৌভাগ্যক্রমে কিছুটা ফাঁকেই পড়েছিল। বরবটি প্রায় ৫০ কেজির বেশি বরফটি কারও মাথা বা মাটির বাড়িতে পড়লে সমস্যা হতে পারত ৷ মাটিতে পড়ার বিশাল শব্দ শুনে ছুটে আসেন এলাকার লোকজন। পরে ফণী ঝড় সংক্রান্ত কিছু হতে পারে ভেবে আতঙ্কে সরে সাধারণ মানুষ ৷পুলিশের প্রাথমিক ধারণা প্লেন থেকে পড়া বরফের চাঁই হতে পারে এটি ৷ তবে মাটিতে পড়ার কিছুক্ষণের মধ্যেই তা গলে যায় ৷ ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার এলাকায় স্থানীয় লোকজন জানান হঠাৎ এলাকায় কিছু পড়ার শব্দ হয়। ছুটে গিয়ে দেখি পড়ে রয়েছে একটি বিশাল বরফের টুকরো। আকাশ থেকে এই ধরনের বরফ টুকরো পড়ায় চিন্তায় স্থানীয় বাসিন্দারা।