বাংলার নবনিযুক্ত ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলীকে অখিল ভারত হিন্দু মহাসভার শুভেচ্ছা প্রদান
নিজস্ব সংবাদদাতা :- পশ্চিমবঙ্গের “বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে” মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশিষ্ঠ ক্রীড়া ব্যক্তিত্ব সৌরভ গাঙ্গুলীকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচন করার সিদ্ধান্তকে অখিল ভারত হিন্দু মহাসভা স্বাগত জানাচ্ছে । এটা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে খুব আনন্দের যে ভিন রাজ্যের কোনো তারকার বদলে সৌরভ গাঙ্গুলীর মত একজন জনপ্রিয় বাঙ্গালী ক্রীড়া ব্যক্তিত্ব আমাদের বাংলার উন্নয়নে আগামীদিনে এক অন্য মাত্রা সংযোজন করতে চলেছেন। এর আগে সম্প্রতি “নবান্ন সভাঘরে পশ্চিমবঙ্গ দিবস নির্বাচনের সভায়” মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অখিল ভারত হিন্দু মহাসভা রাজনৈতিক দলটিকে উন্নয়নের স্বার্থে পশ্চিমবঙ্গ সরকারের পাশে থাকার জন্য যে আবেদন জানিয়েছেন, সেই আবেদনকে সন্মান জানিয়ে আমরাও চাই “রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে থাকুক পশ্চিমবঙ্গের উন্নয়ন।” বাংলার অর্থনৈতিক উন্নয়নের সংকল্পে ব্রতী হয়ে অখিল ভারত হিন্দু মহাসভা ইতিপূর্বেই কলকাতা, বীরভূম, মালদহ, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর সহ বাংলার একাধিক জেলায় বাংলার প্রান্তিক জনগোষ্ঠীর কুটিরশিল্প ও হস্তশিল্পকে শক্তিশালী করার জন্য সাধ্যমত একাধিক কর্মসূচী গ্রহণ করেছে। আমাদের স্থির বিশ্বাস আগামীদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, ওনার সরকারের এই বিষয়ের সংশ্লিষ্ট মন্ত্রক এবং বাংলার নবনিযুক্ত ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলী এই বিষয়ে অখিল ভারত হিন্দু মহাসভার উদ্যোগকে যথোপযুক্ত সহযোগিতা ও উৎসাহ প্রদান করবেন।