অল বাংলা ইমাম মুয়াজ্জিন এ্যাসোসিয়েশন এ্যান্ড চেরিটেবল ট্রাস্ট এর মুর্শিদাবাদ জেলা কমিটির সম্মেলন বহরমপুরে
নিজস্ব সংবাদদাতা .বহরমপুর:- অল বাংলা ইমাম মুয়াজ্জিন এ্যাসোসিয়েশন এ্যান্ড চেরিটেবল ট্রাস্ট এর মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে অঞ্চলের দায়িত্বশীলদের নিয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার। এদিন বহরমপুরের বিজ্ঞান মঞ্চ সভাকক্ষে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। এদিনের সভায় ইমামদের দশ হাজার এবং মুয়াজ্জিনদের পাঁচ হাজার টাকা ভাতা বৃদ্ধির, মসজিদে ইসলামী লাইব্রেরী, ইমাম সাহেবদের জন্য কোয়াটার, বৃক্ষরোপণ কর্মসূচি, সাম্প্রদায়িক সম্প্রীতি, হাম ও রুবেলা টিকাকরণ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন রাজ্য ও জেলা সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দীন বিশ্বাস, জেলা চেয়ারম্যান মাষ্টার মাইনুল ইসলাম, রাজ্য সহ সভাপতি মাওলানা আব্দুল আজিজ, রাজ্য কমিটির সদস্য মাওলানা কাইমদ্দিন, গ্লোকাল হসপিটালের ম্যানেজার সহিদুল ইসলাম ও জাবেদ খান, সিটি হসপিটালের মালিক ডাক্তার আবুল কালাম আজাদ, বিশিষ্ট সাংবাদিক মোকতার হোসেন মন্ডল, জেলা জমিয়তের সভাপতি মাওলানা বদরুল আলম প্রমুখ।