মুর্শিদাবাদের সাগরদিঘি তে এনআরসি বিরোধী সভাতে সংখ্যালঘু নেতা কামরুজ্জামান

Spread the love

মুর্শিদাবাদের সাগরদিঘি তে এনআরসি বিরোধী সভাতে সংখ্যালঘু নেতা কামরুজ্জামান

নিজেস্ব সংবাদ দাতা অয়ন বাংলা, মুর্শিদাবাদ:- কাশ্মীরে শ্রমিকের কাজে গিয়ে জঙ্গিদের গুলিতে নিহত মুর্শিদাবাদের ৫ পরিবারের অবস্থার কথা শুনলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান। রবিবার মুর্শিদাবাদের সাগরদিঘী এস এন হাই স্কুল প্রাঙ্গনে সংখ্যালঘু যুব ফেডারেশন ও ইমাম-মুয়াজ্জিন কাউন্সিলের যৌথ উদ্যোগে এক সমাবেশে জম্মু কাশ্মীরে নিহত পাঁচ ও আহত দুই শ্রমিকের পরিবারের সদস্যরা এই সমাবেশে উপস্থিত হয়ে তাদের অসহায় অবস্থা তুলে ধরেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তি সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামান মহাশয়, উপস্থিত ছিলেন দলিত নেতা সুকৃতি রঞ্জন বিশ্বাস, সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি বেরাজুল ইসলাম ও প্রাক্তন সভাপতি আকলেমা বিবি,মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এস.কে.এম মিজানুর রহমান, সারা বাংলা ইমাম মোয়াজ্জেম সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক, সাগরদিঘি এস.এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তামিজুদ্দিন, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যা সৈয়দ রাফিকা প্রমুখ।
সমাবেশে সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান এই সাত পরিবারের একজন জন করে সদস্যের চাকরি দেওয়ার দাবি জানান। অনুষ্ঠানে নাগরিকত্ব সংগ্রাম সুরক্ষা মঞ্চের আহ্বায়ক দলিত নেতা সুকৃতি রঞ্জন বিশ্বাস বলেন ধর্মনিরপেক্ষ সংবিধানকে অবজ্ঞা করে বিজেপি যেভাবে সাম্প্রদায়িক বক্তব্য রাখছেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে।
আইনজীবী আব্দুল হান্নান ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রাজ্জাক, সমাজকর্মী শাহিন হোসেন, মাওলানা আব্দুর তাওয়াব, রাহুল চক্রবর্তী প্রমূখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.