দেশের সেরা কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় – শুভেচ্ছা জানিয়ে টুইট মমতার

Spread the love

অয়ন বাংলা,ডেস্ক:- শিক্ষা ক্ষেত্রে রাজ্যের মুকুটে জুড়ল নয়া পালক। কিউএস ইন্ডিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে পিছনে ফেলে দেশের সেরা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়৷ এরপরেই শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর আগে প্রকাশিত তালিকা অনুযায়ী কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থান ছিল ১১ নম্বরে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় ছিল ১২ নম্বরে।

মঙ্গলবার টুইট করে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যের সাফল্যে শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন তিনি। টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘কিউএস ইন্ডিয়া র‍্যাঙ্কিং ২০২০-তে সরকারি সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থানাধীকার করেছে। আমি এই খবর ভাগ করে নিতে পেরে খুবই খুশি। সকলকে আমার আমার আন্তরিক অভিনন্দন এবং শুভ কামনা’।

উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রে চিরকালই নিজেদের মান ধরে রাখতে সক্ষম হয়েছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুকুটে এই নয়া পালক তারই প্রমাণ। বানিজ্য, বিজ্ঞান এবং কলা বিভাগসহ প্রত্যেকটি বিষয়েই পড়াশোনায় শুরু থেকেই রাজ্যের মুখ রক্ষা করেছে এই দুই বিশ্ববিদ্যালয়। সবমিলিয়ে এই সম্মান যে সমগ্র রাজ্যবাসীর কাছে অত্যন্ত গর্বের বিষয় তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.