শিশুশ্রী পুরস্কার পেলেন আকাশবাণীর মুর্শিদাবাদের জেলা সংবাদদাতা মামুন ফারুক
নিজস্ব সংবাদদাতা,বহরমপুর :- পশ্চিমবঙ্গ সরকারের শিশু অধিকার সুরক্ষা আয়োগের ‘শিশুশ্রী’ পুরষ্কার পেলেন আকাশবাণী মুর্শিদাবাদের জেলা সংবাদদাতা মামুন ফারুক।
অসুস্থতার কারণে ২১ নভেম্বর কলকাতায় গিয়ে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার উপস্থিতিতে পুরস্কার নিতে পারেননি। সেই পুরষ্কার ২৭ ডিসেম্বর বহরমপুরে জেলা প্রশাসন ভবনে জেলা শিশু সুরক্ষা আধিকারিক অর্জুন দত্ত মামুন ফারুকের হাতে ওই পুরস্কার তুলে দিলেন।