এলাকায় ঘুরে ঘুরে ঈদের খাদ্য সামগ্রী ও পোশাক বিলি করলেন চাঁচলের একটি হোয়াটস্যাপ গ্রুপ
সুরজিৎ দে , চাঁচল,১৩ মে: ,- ঈদের একদিক আগে এলাকায় ঘুরে ঘুরে প্রান্তিক মানুষগুলির বাড়িতে গিয়ে তাদের খোঁজ নিলেন একটি হোয়াটস্যাপ গ্রুপের প্রতিনিধি দল।
ঈদকে কেন্দ্র করে মালদহের চাঁচলের পাওয়ার অফ্ হিউম্যানিটি হোয়াটস্যাপ গ্রুপের সদস্যরা বৃহস্পতিবার বেরিয়ে পড়েন শাড়ী,লুঙ্গি ও ছোটো দের পোশাক নিয়ে।শুধু তাই নই!ঈদের সকালে মুখরোচকের জন্য সেমাই-লাচ্ছা,চিনি,ঘি,দুধ সবই বিলি করলেন ঘুরে ঘুরে।এদিন চাঁচল থানার বিদ্যানন্দপুর,মানিকনগর,বারোগাছিয়া,গালিমপুর,মতিহারপুর,চান্দুয়া সহ বিভিন্ন এলাকায় প্রায় ৩৫০ টি পরিবারের মাঝে পোশাক ও ঈদের খাদ্য সামগ্রী বিলি করা হয়েছে বলে জানিয়েছেন গ্রুপের রাইহান রনি।গোটা এলাকায় ঘুরছিলেন গ্রূপের সদস্য অনামিকা পাল,শর্মিষ্ঠা সাহা,অন্তরি সরকার,রোজিনা খাতুন,অরিজিৎ বিশ্বা,আলতামাস জুলকার সহ একদল সদস্যরা।
করোনার জেরে বিপর্যস্ত খেটে খাওয়া মানুষ গুলো।আমরা গতবছরেও এই উদ্যোগ নিয়েছিলাম।আজ আবারও আমরা মানুষের পাশে রয়েছি।তাদের খুশিতে আমাদের খুশি জানালেন পাওয়ার অফ হিউম্যানিটির সদস্য মিজানুর ইসলাম।