অয়ন বাংলা,নিউজ ডেস্ক:- অসম সফরে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আলোচনার কেন্দ্রে রয়েছে এনআরসি ইস্যু। সফরের প্রথম দিন রবিবারই অমিত হুঙ্কার দিয়েছিলেন অসমের প্রত্যেক অনুপ্রবেশকারীকে তাড়ানোর। এবার আরও ঝাঁঝালো কায়দায় আক্রমণে অমিত। স্পষ্ট ইঙ্গিত দিলেন, এনআরসি কেবল অসমে নয়। গোটা দেশেই লাগু করার পরিকল্পনা রয়েছে বিজেপি সরকারের।
অসমের জাতীয় নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে ১৯ লক্ষ নাম। সেই প্রেক্ষিতে প্রত্যেক অনুপ্রবেশকারীদের ছুড়ে ফেলার হুমকি দিয়েছেন অমিত শাহ। এই অবস্থায় সফরের দ্বিতীয় দিনে অমিত শাহ বলেছেন, ‘অসম ভাবছে এনআরসি করা ভুল ছিল। ছোট রাজ্যগুলো ভাবছে তারা হয়তো এর মধ্যে নেই। আমি বলে দিচ্ছি, কেবল অসমেই নয়, আমরা চাই যেন পুরো দেশটা অনুপ্রবেশকারী মুক্ত হয়। আমাদের পরিকল্পনা তৈরি করা হয়ে গিয়েছে। আমরা প্রত্যেকটি রাজ্যকে এর আওতায় নিয়ে আসব।’
অমিত শাহ যতই সুর চড়ান না কেন, এনআরসি নিয়ে চাপে বস্তুত রয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের একাধিক নেতারাই এনআরসি তালিকায় হিন্দু বাঙালিদের থাকা নিয়ে সরব হয়েছেন। অসম সরকারের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এনআরসির তালিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন। এমনকী বিজেপির বাঙালি বিধায়ক শিলাদিত্য দেব অভিযোগ করেছেন যে, মুসলিমদের সাহায্য করে হিন্দুদের দূরে রাখতেই এই ষড়যন্ত্র করেছে বিজেপি। এই নিয়েও অমিত শাহকে মুখ খুলতে শোনা যায় এদিন। তিনি বলেন, ‘অনেকেই ভাবছেন যে এনআরসির চূড়ান্ত তালিকায় বেশি নাম বাদ পড়েছে। কিন্তু আমরা নিশ্চিত করতে চাই যে একজনও অনুপ্রবেশকারী অসমে থাকতে পারবে না, অন্য রাজ্যেও যেতে পারবে না।’
অসমে এনআরসি লাগু হওয়ার জেরে আরেক প্রতিবেশী রাজ্য মেঘালয় আশঙ্কায় পড়েছে। অসমের তালিকায় ব্রাত্যরা সেই রাজ্যে ঢুকে না পড়েন এই নিয়ে সংশয়ের মেঘ দানা বেঁধেছে। এই অবস্থায় অমিতের আশ্বাস, তালিকা বহির্ভূতরা যাতে অন্য রাজ্যে না যেতে পারে তা দেখবে সরকার। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর-পূর্ব ভারতকে নিশ্চিত করতে ঘোষণা করেছেন যে ৩৭১ ধারাকে স্পর্শ করবে না কেন্দ্রীয় সরকার। উত্তর-পূর্বের রাজ্যগুলির বিশেষাধিকার হননের কোনও পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন তিনি।