ওয়েব ডেস্ক – বসিরহাটে বিজেপির সভায় মাঠ ভরে নি, ফাঁকা মাঠে সভা করেই ফিরতে হল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। রবিবার বসিরহাট শহরের স্টেডিয়ামে বসিরহাট মহাকুমার ৭ টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করেন অমিত শাহ।
মঞ্চে অমিত শাহ যখন বক্তব্য রাখছেন সে সময় স্টেডিয়ামের অনেকটা অংশ ফাঁকা ছিল। তখন সেই ফাঁকা অংশের ভিডিও ক্যামেরাবন্দি করছিলেন এক চিত্র সাংবাদিক। সেই ছবি চোখ এড়াইনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তিনি মঞ্চ থেকে তৎক্ষণাৎ বলে উঠেন ক্যামেরা মঞ্চের দিকে ঘোরান।
অমিত শাহের এই বক্তব্য চাঙড় হতেই বিরোধী দলগুলোর প্রতিক্রিয়া, অমিত শাহ হোক, বা জেপি নাড্ডা, কিংবা প্রধানমন্ত্রী কারো সভায় আহামরি লোক হচ্ছে না। বাংলার মানুষ যে সাম্প্রদায়িক ফ্যাসিবাদি শক্তিকে সমর্থন করছেন না, এটাই তার প্রমান। আর এসব ঢাকতে শেষমেশ অমিত শাহ পর্যন্ত সাংবাদিকদের নিজের মতো করে কাজ করতে বাঁধা সৃষ্টি করছে। যা গণতন্ত্রের জন্য অত্যন্ত নিন্দনীয়।