অমিত শাহের সাম্প্রদায়িক ও নানা উস্কানিমূলক বক্তব্যে বাংলায় সম্প্রীতির বাতাবরণ নষ্ট হচ্ছে, অভিযোগ তৃণমূল কংগ্রেসের
পরিমল কর্মকার (কলকাতা) : রাজ্যে এসে অমিত শাহ নানা জায়গায় বিভিন্ন সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রাখছেন। এতে রাজ্যে হিংসা ও অশান্তির পরিবেশ সৃষ্টি করছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এজন্য রাজ্যের ২৩ টি জেলার মতো শুক্রবার (৬ নভেম্বর) দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও এক সাংবাদিক সম্মেলনে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয় জেলা তৃণমূল কংগ্রেস।
এব্যাপারে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার পৈলানে বিধায়ক দিলীপ মণ্ডলের বাসভবনে এক সাংবাদিক সম্মেলন আয়োজিত হয়। উপস্থিত ছিলেন স্বয়ং দিলীপ মণ্ডল সহ দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের প্রাক্তন স্বাস্থ্য কর্মাধক্ষ্য তথা জেলা তৃনমূল কংগ্রেসের মুখপাত্র ডাঃ তরুণ রায়, বিধায়ক জীবন মুখোপাধ্যায় প্রমুখ।
সাংবাদিক সম্মেলনে দিলীপ মণ্ডল বলেন, “উত্তর প্রদেশের হাতরসে ধর্ষিতা এক দলিত কন্যার প্রকৃত ধর্ষকদের এখনও চিহ্নিত করতে পারলো না বিজেপি সরকার। অথচ এরাজ্যে এসে অমিত শাহ দলিত ও আদিবাসীদের বাড়িতে ভোজন পর্ব করছেন। আর সাম্প্রদায়িক নানা উস্কানিমূলক মন্তব্য করে এখানকার সম্প্রীতির বাতাবরণ নষ্ট করছেন।”
ডাঃ তরুণ রায় বলেন, “অমিত শাহের উস্কানিমূলক বক্তব্যে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসা ছড়াচ্ছে ও অশান্তির পরিবেশ সৃষ্টি হচ্ছে।” এরই প্রতিবাদে তাদের এই প্রতিবাদ কর্মসূচি বলে জানান তিনি।