উত্তর প্রদেশের অযোধ্যায় হিন্দুপ্রধান ওয়ার্ডে বিপুল ভোটে জয়ী নির্দল মুসলিম যুবক

Spread the love

হিন্দুপ্রধান ওয়ার্ডে বিপুল ভোটে জয়ী নির্দল মুসলিম যুবক

 

দেবভূমি অযোধ্যায় পরাজয় বিজেপির! হিন্দুপ্রধান ওয়ার্ডে বিপুল ভোটে জয়ী নির্দল মুসলিম যুবক

ওয়েব ডেস্ক:- কর্ণাটকে কংগ্রেসের বিরাট জয়ে মুখ পুড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির।ক্রমশ ফিকে হচ্ছে হিন্দুত্ব বাদের প্রচার । যদিও যোগীরাজ্যে পুরভোটে খানিক মুখরক্ষা হয়েছে গেরুয়া শিবিরের। তথাপি খোদ রামজন্মভূমি অযোধ্যায় (Ayodhya) চমকে দেওয়া কাণ্ড ঘটিয়েছেন এক মুসলিম যুবক। সেখানে পুরভোটে বিপুল ভোটে জিতেছেন তিনি। অযোধ্যার রাম অভিরাম দাস ওয়ার্ডে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন সুলতান আনসারি। যেটি হিন্দুপ্রধান অঞ্চল। স্থানীয় বাসিন্দারা অবশ্য এর মধ্যে চমক দেখছেন না। তাঁদের মতে, সুলতানের জয়ে হিন্দু-মুসলিম সকলেই খুশি।

শনিবার প্রকাশ্যে এসেছে উত্তরপ্রদেশের পুরভোটের ফলাফল। ৬০টি ওয়ার্ডের অযোধ্যা পুরসভা দখল নিয়েছে বিজপি (BJP)। গেরুয়া শিবির জিতেছে ২৭টি ওয়ার্ডে। বিরোধী সমাজবাদী পার্টি জিতেছে ১৭টি ওয়ার্ড এবং নির্দল প্রার্থীরা জিতেছেন ১০টি ওয়ার্ডে। তারই একটি রাম অভিরাম দাস ওয়ার্ড। যেখানে বিপুল ভোটে জয়ী হয়েছেন সুলতান। ফল ঘোষণার পর তিনি বলেন, “এটা অযোধ্যায় হিন্দু-মুসলিম শান্তিপূর্ণ সহাবস্থানের তথা সৌভ্রাতৃত্বের সেরা উদাহরণ হতে পারে।”

[]
রাম অভিরাম দাস ওয়ার্ডে মুসলিম ভোটারের সংখ্যা নগন্য। মোট ভোটারের মাত্র ১১ শতাংশ। এলাকায় হিন্দু ভোটার ৩,৮৪৪। মুসলিম ভোটার ৪৪০। এর মধ্যে ৪২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন সুলতান। মোট ভোট পেয়েছেন ৯৯৬টি। দ্বিতীয় স্থানে আরও এক নির্দল প্রার্থী নগেন্দ্র মাঝি পেয়েছেন ৪৪২টি ভোট। তৃতীয় স্তানে শেষ করেছেন বিজেপি প্রার্থী।

হিন্দু অধ্যুষিত এলাকায় মুসলিম প্রার্থীর জয় নিয়ে প্রশ্ন করা হলে সুলতান বলেন, “আমি এখানকার বাসিন্দা। যত দূর জানি আমার পূর্বপুরুষ গত ২০০ বছর ধরে এখানকার নাগরিক। ভোটে লড়ার কথা যখন হিন্দু বন্ধুদের জানাই ওঁরা আমাকে সমর্থন করেন এবং সবরকমভাবে উৎসাহ দেন।” স্থানীয় এক বাসিন্দা সৌরভ সিং বলেন, “অযোধ্যা গোটা দুনিয়ায় রাম মন্দিরের জন্য পরিচিত, কিন্তু এখানে প্রচুর মসজিদও আছে। সুফি সন্তদের শতাব্দী প্রাচীন সমাধি রয়েছে। আমাদের এই ঐতিহ্য ধরে রাখতে হবে।”

সৌজন্য :- Sangbad Pratidin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.