প্রদেশ কংগ্রেস সভাপতি প্রয়াত সোমেন মিত্রকে গান স্যালুট না দেওয়ায় রাজ্য সরকারের উপর ক্ষোভ বেহালায়
পরিমল কর্মকার (কলকাতা) : সদ্য প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের সৎকারের সময় গান স্যালুট না দেওয়ায় ক্ষোভ উগরে দিল বেহালার সোমেন অনুগামীরা।
পূর্ব বেহালা ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা ছাত্র নেতা বিদ্যুৎ মিত্র ক্ষোভের সঙ্গে বলেন, তৃনমূল দলের কোনও সিনেমা আর্টিস্ট মারা গেলে যদি গান স্যালুট হয়, সেক্ষেত্রে সোমেন মিত্রর মতো একজন দক্ষ সংগঠক এবং প্রবীণ রাজনীতিবিদ এমন কি ৭ বারের প্রাক্তন বিধায়ক ও সাংসদের মৃত্যুতে রাজ্য সরকার কেন গান স্যালুট দিলনা, এ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন ব্লক কংগ্রেস সভাপতি বিদ্যুৎ মিত্র।
উল্লেখ্য, সোমেন মিত্রকে গান স্যালুট না দেওয়ায় রাজ্য সরকার কতটা অমানবিক সেটা রাজ্যের মানুষ এখন বুঝতে পারছেন বলে অভিযোগ বিদ্যুৎ মিত্রের।