বহরমপুর পশ্চিম ব্লকের সবচেয়ে পুরনো তৃণমূল কর্মী হিসেবে সংবর্ধিত হওয়ায় খুশি আনিকুল শেখ।
নিজস্ব সংবাদদাতা,বহরমপুর:- গরিবের সংসার, তা সত্ত্বেও একই ভাবে ১৯৯৮ সাল থেকে করে আসছেন তৃণমূল কংগ্রেস। অথচ কোন মর্যাদা পাননি স্থানীয় নেতৃত্বের থেকে । তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে বহরমপুর পশ্চিম ব্লকের সবচেয়ে পুরনো তৃণমূল কর্মী হিসেবে সংবর্ধিত হওয়ায় খুশি আনিকুল শেখ।
জানা যায় মুর্শিদাবাদের বহরমপুর পশ্চিম ব্লকের নিয়াল্লিশপাড়া অঞ্চলের খিলিপাড়া গ্রামের আনিকুল শেখ। তৎকালীন বিএ পাস করা এক ব্যক্তি। তৃণমূলের প্রতিষ্ঠা লগ্ন থেকে তৃণমূলের কর্মী হিসেবে পরিচিত তিনি। তৃণমূলের জন্ম লগ্ন থেকে মুর্শিদাবাদ জেলায় যে কয়জন ব্যক্তি বা নেতৃত্ব নাম উঠে আসে তাদের সারিতেও কর্মী হিসেবে তারও নাম পাওয়া যায়।
গরিবের সংসারে এক ভাবে 1998 সাল থেকে করে আসছেন তৃণমূল কংগ্রেস। বর্তমানে যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই নেতা হলেই কেউ গাড়ি বাড়ি করে নিচ্ছে তো ,আবার কেউ জড়িয়ে যাচ্ছে দুর্নীতির জালে সেখানে এক অনন্য নজির আনিকুল শেখ এর মত ব্যক্তিত্ব।
সাংবাদিকরা তাকে প্রশ্ন করে স্থানীয় নেতৃত্বের থেকে কি কোন গুরুত্ব পান ? আনিকুল সেখ উত্তরে জানান স্থানীয় নেতৃত্বের থেকে কোন গুরুত্ব না পেলেও মমতা ব্যানার্জিকে ভালোবেসে সেই ৯৮ সাল থেকে দল করে আসছি ,আগামীতেও কেউ কোনো গুরুত্ব দিক বা না দিক মমতা ব্যানার্জিকে ভালোবেসেই কর্মী হিসাবেই দল করেই যাব। খলিলুর রহমান সাহেব কে ধন্যবাদ জানাচ্ছি তিনি আমাদেরকে সম্মানিত করলেন।
একলা জানুয়ারি সোমবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জঙ্গিপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে পুরনো কর্মীদেরকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে সংবর্ধনা ও পুরস্কৃত করা হয় আনিকুল শেখ কেও ।