নিউজ ডেস্ক :- কথা ছিল আজ শনিবার থেকে মহারাষ্ট্রে নিজের শহর আহমেদনগর থেকে অনির্দিষ্টকালের অনশন শুরু করবেন আন্না হাজারে। তবে তিনি আর অনশনে বসছেন না। কেন্দ্রের আশ্বাসে অনশনে না বসার সিদ্ধান্ত নিলেন আন্না হাজারে।
মোদি সরকারের নয়া তিনটি কৃষি আইনের বিরুদ্ধে অনশন করছেন না আন্না হাজারে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে বৈঠকের পর তার উপস্থিতিতে একথা জানান তিনি।
এদিন আন্না হাজারে বলেন, “এর আগে আমি বিভিন্ন ইস্যুতে আন্দোলন করেছি। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা কোনো অপরাধ নয়। কৃষকদের দাবি দাওয়া নিয়ে গত চার বছর ধরে আওয়াজ তুলেছি তাঁরা ফসলের সঠিক দাম না পেয়ে আত্মহত্যা করছে। কেন্দ্রের তরফে চিঠি পেয়েছি, সরকার এমএসপি ৫০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আমার ১৫ দফা দাবির উপর সরকার কাজ পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে। তাই আমি আগামীকাল অনশনে বসব না।”