ভিন রাজ্যে কাজে গিয়ে আরো এক পরিযায়ী শ্রমিকের মৃত্য এলাকায় শোকের ছায়া ।
সাবের আলী ,খড়গ্রাম ,মুর্শিদাবাদ :- আবারো ভিন রাজ্যে কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১৮ বছরের এক যুবকের । মৃত যুবকের নাম সাহিন সেখ।
মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানা এলাকার মহিষার গ্রামের বাসিন্দা ।
পরিবার সূত্রে জানা গেছে সাহিন সেখ চার মাস আগে ব্যাঙ্গালোরে কাজে গিয়েছিলো , সেখানে একটি হোটালে কাজ করতো। প্রতি দিনের মত. কাজ সেরে সে নিজের বাসার দিকে ফিরছিল । সেই সময় পিছন থেকে দ্রুত গতিতে চার চাকা মার্সিডিস গাড়ী এসে সজোরে ধাক্কা মারে, ঘটনাস্থলেই সাহিন শেখ লুটিয়ে পড়ে যায় ,স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবু মৃত্যু বলে ঘোষণা করেন। সাহিন সেখের মৃত্যু সাংবাদ মহিষার গ্রামে পৌঁছতেই গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে আসে ।
মাহিসাড় এম এম হাই স্কুলে পড়াশোনা করত সাহিন সেখ , সংসারের অভাব এর জন্যই পড়াশোনা ছেড়ে ভিন রাজ্যে কাজে গিয়ে ছিল । কিন্তু আর ফিরে আসা হল না ,ফিরে আসছে কফিন বন্দি হয়ে ।