নিউজ ডেস্ক ,অয়ন বাংলা:- আবার জোরালো প্রতিবাদ করলেন লোকসভার সাংসদ মহূয়া মিত্র । লোকসভায় ‘ডেবিউ’ করে তাক লাগিয়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মিত্র। তাঁর বক্তব্য নিয়ে দেশজুড়ে তোলপাড়া শুরু হয়, অন্যদিকে বিতর্কও বাঁধে। তিনি আমেরিকান লেখকের লেখা চুরি করেছেন বলে তোপ দেগেছিলেন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের নিউজ এডিটর। তাঁর বিরুদ্ধে আদালত পর্যন্তও গিয়েছেন মহুয়া। তব সেসব এখন অতীত, ফের লোকসভায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন তিনি। আক্রমণ শানালেন মোদী সরকারকে।
সংসদে মহুয়া বলেন, কেউ সরকার বিরোধী কোনও কথা বললে তাকে দেশবিরোধী বলা হচ্ছে। এইভাবে সরকারের বিপক্ষে কোনও কথা বলাই যাচ্ছে না। সরকার পক্ষকে এটি মানতে হবে যে, সরকার বিরোধী কিছু বলা মানেই তা দেশবিরোধী হওয়া নয়। সরকারকে সমালোচনার অধিকার রয়েছে সকল বিরোধীদের। সরকার বিরোধীদের দেশবিরোধী বানাতে নিজস্ব ‘প্রোপাগান্ডা’ চালাচ্ছে সরকার বলে দাবি করেন মহুয়া মিত্র। বুধবার সংসদে আন ল’ফুল অ্যাক্টিভিটি প্রিভেনশন অ্যামেন্ডমেন্ট বিল ২০১৯ নিয়ে আলোচনার সময় সরকারকে নিশানা করেন তৃণমূল সাংসদ।
মহুয়ার এই মন্তব্য নিয়ে বিজেপির তরফে তোলপাড় শুরু হয় সংসদে। তৃণমূল সাংসদের মন্তব্যের বিরোধিতা করে সরব হন বিজেপি সাংসদ আলুওলিয়া। তিনি বলেন, মহুয়া মিত্র যা অভিযোগ করছেন তার কোনও প্রমাণ তাঁর কাছে নেই। কোনও প্রমাণ না দিতে পারলে মহুয়াকে তাঁর মন্তব্য ফিরিয়ে নিতে হবে বলে দাবি তোলা হয়। জোরালো তরজা এখন সংসদে।