অয়ন বাংলা,নিউজ ডেস্ক:- মোদি সরকারের সবচেয়ে বড় সমালোচক বলেই বাবাকে মিথ্যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে। চেন্নাই থেকে দিল্লি পৌঁছে অভিযোগ করলেন কার্তি চিদম্বরম। INX মিডিয়া মামলায় গ্রেফতারের পর সিবিআই দফতরে জেরা পি চিদম্বরমকে। প্রথমে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর রাত সাড়ে ১২টা পর্যন্ত চলে জেরা। সিবিআই সূত্রে খবর, তদন্তকারী অফিসারকে আইনের পাঠ পড়ানোর চেষ্টা করেন চিদম্বরম। সিবিআই অফিসার জানান, চিদম্বরম এখন হেফাজতে রয়েছেন। এরপর গারদে যাওয়ার কথা বলায়, চিদম্বরম জানান, তিনি একা থাকতে পারেন না। ভয় করে। এরপর তদন্তকারী অফিসার তাঁর সঙ্গে যান। সিবিআই সূত্রে খবর, রাতে তিনবার জল খান চিদম্বরম। সকালে চা খেতে দেওয়া হয় প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।
সৌজন্য :-আনন্দবাজার পত্রিকা