মুসলিমদের ধ্বংশ করতে নরেন্দ্র মোদিকে ভোট দিন বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার

Spread the love

নিউজ ডেস্ক,অয়ন বাংলা:-বিকৃত মানসিকতা আর কাকে বলে ,ভোট রাজনীতি র জঘন্যতম প্রতিযোগিতা চলছে এখন । লোকসভা নির্বাচন শুরুর পর থেকেই বিতর্কিত মন্তব্যের প্রতিযোগিতা শুরু হয়েছে রাজনৈতিক নেতাদের মধ্যে। কারওর কারওর বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নিতে সক্ষম হলেও এই প্রবণতাকে কোনওভাবেই দমাতে পারছে না তারা। এবার মুসলিমদের ধ্বংস করতে চাইলে নরেন্দ্র মোদিকে ভোট দেওয়ার কথা বলে নতুন বিতর্ক তৈরি করলেন উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা। এ কেমন রাজনীতির প্রবণতা এরা ভারতীয় সংস্কৃতির অপব্যাবহার করছে।

মুসলিমদের ধ্বংস করতে চাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভোট দিন। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বারাবাঁকিতে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্যই করলেন বিজেপি নেতা রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তব। তাঁর এই বক্তব্যের কথা প্রকাশ্যে আসার পরে বিতর্ক শুরু হয়েছে দেশজুড়ে। বিরোধীরা বলছে, ওনার কোনও দোষ নেই। বিজেপির অন্দরমহলের আলোচনাই প্রকাশ করে ফেলেছেন উনি।

তিনি বলেন, “গত পাঁচ বছরে মুসলিম সম্প্রদায়ের মানুষের মনোবল ভাঙতে অনেক চেষ্টা চালিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই আপনারা যদি মুসলিমদের ধ্বংস করতে চান তাহলে নরেন্দ্র মোদিকে ভোট দিন। দেশভাগের পর থেকেই ভারতে মুসলিমদের জনসংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে। এরপর আস্তে আস্তে ভোটদানের মাধ্যমে এই দেশের ক্ষমতা নিজেদের কুক্ষিগত করতে চাইছে তারা। এখনই না আটকানো গেলে একদিন তাতে সফলও হবে।”

এপ্রসঙ্গে তিনি আরও বলেন, “লোকসভা নির্বাচনের পর চিন থেকে দাড়ি কাটার মেশিন নিয়ে আসা হবে। তারপর সেই মেশিন দিয়ে কাটা হবে ১০ থেকে ১২ হাজার মুসলিমের দাড়ি। তারপর তাদের জোর করে হিন্দুধর্ম গ্রহণ করতে বাধ্য করা হবে। কিন্তু, যদি নরেন্দ্র মোদি বা বিজেপি ভোট না দেন তাহলে এর উলটোটাও ঘটতে পারে আপনাদের সঙ্গে। তাই ওই ধরনের অবস্থা থেকে নিজেদের রক্ষা করতে এবং মুসলিমদের ধ্বংস করতে মোদি ও বিজেপিকে ভোট দিন।” বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এর পীঠস্থান এই ভারত বর্ষ ,গোটা বিশ্বের কাছে ভারতের স্বচ্ছ গণতন্ত্র ভারতের গর্ব ,আজ সেই গণতন্ত্রকে ভুলুন্ঠিত করে চলেছে এই বিজেপি দল এই মন্তব্য অধিকাংশ বুদ্ধিজীবিদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.