ভুবনেশ্বর জেলে মারা গেলেন আইকোর চিটফান্ডের মালিক অনুকূল মাইতি
পরিমল কর্মকার : বেআইনী অর্থ লগ্নি সংস্থা “আইকোর” চিটফান্ড বাজার থেকে প্রায় তিন হাজার কোটি টাকা তুলেছিল। ২০১৭ সালে এই সংস্থার মালিক অনুকূল মাইতিকে গ্রেফতার করেছিল সিবিআই। এর আগে অর্থাৎ ২০১৫ সালে তাকে গ্রেফতার করেছিল রাজ্যের গোয়েন্দা সংস্থা সি আই ডি। তখন অনুকূল মাইতির স্ত্রী কণিকা মাইতিকে গ্রেফতার করা হলেও তিনি এখন জামিনে রয়েছেন।
উল্লেখ্য, সেই থেকেই ভুবনেশ্বর জেলে বন্দী ছিলেন অনুকূল মাইতি। রবিবার (৮ নভেম্বর) জেলেই তিনি মারা যান। প্রসঙ্গত: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ওড়িশা ও ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় বেআইনী অফিস খুলে “আইকোর চিটফান্ড” সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বলে দাবি সিবিআই-এর।