আসাউদ্দিন ওয়েইসির দল মিমের ‘প্রধানমুখ’ আনোয়ার পাশা যোগ দিলেন তৃণমূলে।
নিজস্ব সংবাদদাতা :- বিহার নির্বাচনে সাফল্যের পর অল ইন্ডিয়া মজলিশ-ই ইত্তেহাদুল মুসলিমিন বা মিম-এর নেতা আসাদউদ্দিন ওয়াইসি বলেছিলেন, তার লক্ষ্য এবার পশ্চিমবঙ্গ। দিন কয়েক আগেও তিনি পশ্চিমবাংলায় আসন্ন ২০২১ বিধানসভা নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেন। এরপরই বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি সমালোচনায় মুখর হয়। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেস ও বাম নেতারাও ওয়াইসির দলকে ‘বিজেপির বি-টিম’ কিংবা ‘মুসলিম ভোট’ কাটা দল বলে কটাক্ষ করে। হায়দরাবাদ ভিত্তিক দল এ রাজ্যে নির্বাচনে লড়াই করলে মুসলিম ভোট নিয়ে প্রশ্ন তোলেন মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি থেকে শুরু করে ত্বহা সিদ্দিকী, মায় আব্বাস সিদ্দিকীও।
কিন্তু বাংলার মিমের রাজনীতিতে প্রধান মুখ আনোয়ার পাশা এবার যোগ দিলেন তৃণমূলে ।
আসাউদ্দিন ওয়েইসির দল মিমের ‘প্রধানমুখ’ আনোয়ার পাশা যোগ দিলেন তৃণমূলে। ‘বিভিন্ন জেলা থেকে মিমের সদস্যরা যোগ দিচ্ছেন তৃণমূলে। জানালেন তৃণমূল নেতা ব্রাত্য বসু।
তৃণমূলে যোগ দিয়ে সাংবাদিক বৈঠকে আনোয়ার পাশা বলেছেন, ‘ সব ধর্মের সহাবস্থান বাংলায়। তাতে বিভাজনের চেষ্টা হচ্ছে। ভোট ভেঙে বিহারে ক্ষমতায় এসেছে গেরুয়া শক্তি। বিহারে যা হয়েছে বাংলায় তা হতে দেওয়া যাবে না। গেরুয়া শক্তিকে রুখতে মমতার হাত শক্ত করুন।’