নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা,মুর্শিদাবাদ :-মুর্শিদাবাদ জেলার কান্দী পৌরসভার হ্যালিফক্স হলে বিশিষ্ট মানবাধিকার কর্মী বিস্ফোরক বক্তব্য রাখলেন এবং উপস্থিত শ্রোতাদের প্রশ্নের ও উত্তর দিলেন।
কান্দী সম্প্রীতি মঞ্চের পরিচালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল কান্দী পৌরসভার হ্যালিফক্স হলে।আলোচনার বিষয় ছিল “কাশ্মীর সমস্যা উগ্র জাতীয়বাদ সৃষ্টি ও ভারত রাষ্ট্রের ভূমিকা।”
সুজাত ভদ্র তাঁর বক্তব্যে তুলে ধরেন”কাশ্মীর ভারতের অংশ নয় তেমনি পাকিস্তানের ও নয় ।বর্তমান কাশ্মীরে সেনাবাহিণীর জওয়ানদের যে অত্যাচার তা আজ ভয়ঙ্কর জায়গায় পৌঁছিয়েছে ধর্ষণ করা সেনাবাহিণীর যেন জল ভাত অধিকার,মণিপুরে সেনাবাহিণীর জোর করে ধর্ষণ করার প্রতিবাদ করলে গুলি আজ যেন এক বর্বরতার যুগে দেশকে ঠেলে দিয়েছে।”
এ ছাড়াও তিনি বর্তমান সময়ের প্রসঙ্গে বলতে গেলে বলেন”এই সময় যে শাসক দল সরকার চালাচ্ছে তারা এক ভয়ঙ্কর জাতীয়তাবাদের খেলায় মেতে উঠেছে,সেকুলার নাম করে বিশেষ সম্প্রদায়কে ধ্বংশের মুখে ঠেলে দিচ্ছে,দেশকে গেরুয়াকরণের এক অসম খেলায় মেতে উঠেছে আজ আমরা এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বাক স্বাধীনতা আজ খর্ব করা হচ্ছে ভারতের সংবিধান কে আজ মুছে দেওয়ার চেষ্টা চলছে।সর্বোপরি মিথ্যাকে আজ সত্য বলে প্রচারের মারাত্মক খেলায় এরা মেতে উঠেছে।”
গোটা অনুষ্ঠানটি কান্দী সম্প্রীতি মঞ্চের সদস্যা অপরেশ চ্যাটার্জী পরিচালনা করেন।