কান্দি পৌরসভার প্রশাসক পদে পুনরায় নিযুক্ত হয়েই দুয়ারে অক্সিজেন পৌছে দেবার বার্তা অপূর্ব সরকারের
( কান্দি পৌরসভায় পুনরায় প্রশাসক অপূর্ব সরকার, দুয়ারে অক্সিজেন পৌঁছে দেবার বার্তা )
জৈদুল সেখ, (অয়ন বাংলা নিজ )কান্দি
কান্দি পৌরসভার পুনরায় প্রশাসক পদে বসলেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার । তিনি আগেও পূর্ববর্তী প্রশাসক ছিলেন, কান্দি বিধানসভা নির্বাচনে তৃণমূল দলীয় প্রতিকে লড়াই করার জন্য পদত্যাগ করেছিলেন এবং বিধায়ক নির্বাচিত হন। রাজ্য সরকারের নির্দেশে পুনরায় তিনি পৌর প্রশাসক পদে বসে দায়িত্ব ভার গ্রহণ করলেন।
বৃহস্পতিবার অপূর্ব সরকার পৌর প্রশাসক দায়িত্ব ভার গ্রহণের সঙ্গে সঙ্গেই হতেই কান্দি বিভিন্ন এলাকা ও পৌর কো-অডিনেটর এবং পৌর কর্মচারীরা তাকে ফুলের স্তবক দিয়ে অভিনন্দন ও সম্বর্ধনা জানান।
অপূর্ব সরকার পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করে দলীয় নেতা কর্মীরাও অভিনন্দন জানান এবং বলেন আগামী দিনে কান্দি শহরের উন্নয়ন এবং কোভিড মোকাবিলায় কাজ করা এখন মুল উদ্দেশ্য যারা কান্দি পৌরসভা এলাকায় কোভিড আক্রান্ত হবেন তাদের জন্য বিনামূল্যে দুই বেলা খাবার পৌঁছে দেওয়া হবে।
তার সঙ্গে কারও অক্সিজেন প্রয়োজন হলে অক্সিজেন সিলিন্ডার বাড়িতে বাড়িতে পৌছে দেবার জন্য করোনা মোকাবিলায় কান্দি পৌরসভা নতুন what’s App মোবাইল নাম্বার চালু করা হল যার নাম্বার 7029838600। এই নাম্বারে ফোন করলে বা WhatsApp করলে কান্দি পৌরসভার পক্ষ থেকে করোনা সম্পর্কিত সমস্ত রকম সাহায্য কান্দি পৌরসভার বাসিন্দারা পেয়ে যাবেন । এমন কি দুয়ারে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে করোনা আক্রান্ত রোগীর বাড়িতে । এছাড়া যদি কোন করোনা আক্রান্ত রোগীর ওষুধের প্রয়োজন হয় বা খাদ্যের প্রয়োজন হয় তা ও পৌঁছে দেওয়া হবে বলে জানান কান্দি পৌরসভার পৌরপিতা অপূর্ব সরকার।