অয়ন বাংলা, আজ থেকে মুর্শিদাবাদ জমিয়ত উলামা হিন্দের সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ নাজমুল হক সাহেবের নেতৃত্বে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় রাবেতায়ে ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম দেওবন্দ পশ্চিমবঙ্গের বার্ষিক পরীক্ষা শুরু হলো মুর্শিদাবাদ জেলায় চারটে সেন্টারে মোট ৯৩ টি মাদ্রাসা প্রায় দুই হাজার ছাত্র একত্রিত হয়ে পরীক্ষা দিচ্ছে। এই জেলায় চারটি সেন্টার হলো ডোমকল মহাকুমা অন্তর্গত জলঙ্গি থানা শিবনগর মাদ্রাসা,বেলডাঙ্গা জলিলিয়া মাদ্রাসা, ভগবানগোলা মারকাজুল উলুম দয়ানগর মাদ্রাসা এবং কান্দির কুলি চৌরাস্তা মাদ্রাসায় মোট ৯৩ মাদ্রাসা একত্রিত হয়ে প্রায় দুই হাজার ছাত্র অংশগ্রহণ করে সুন্দর পরিবেশের সঙ্গে পরীক্ষা দিচ্ছে, রাবেতা বোর্ডের মেন দায়িত্বে আছেন মুফতি আব্দুল কুদ্দুস সাহেব মাওলানা হাসমত সাহেব। পরীক্ষক ইনচার্জ মোজাফফর খান মাওলানা শহিদুল ইসলাম,মাওলানা তৌসিফ আহমেদ কাসেমী মুফতি আব্দুস সালাম মুফতি ইসরাইল সাহেব সহ আরো অনেকে আছেন, সকলেই জানিয়েছেন যে আলহামদুলিল্লাহ আমাদের মুর্শিদাবাদের সমস্ত সেন্টারে খুব সুন্দর সুষ্ঠু পরিবেশে পরীক্ষা চলছে।