পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এর সালার কেন্দ্রে এর পক্ষ থেকে অরণ্য সপ্তাহ
রিঙ্কু সেখ ,সালার,অয়ন বাংলা- পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এর সালার কেন্দ্রে এর পক্ষ থেকে চলছে অরণ্য সপ্তাহ পালন ও বৃক্ষ রোপণ কর্ম সূচি।” গাছ লাগান প্রাণ বাঁচান,
একটি গাছ একটি প্রাণ ” আজ গোটা বিশ্বে গ্লোবাল ওয়ার্মিং .এ প্রচন্ড দাব দাহ ,বৃক্ষরোপণ এর খুব প্রয়োজন ।এই বিষয়কে সামনে রেখে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এর সালার কেন্দ্রে এর পক্ষ থেকে চলছে অরণ্য সপ্তাহ পালন ও বৃক্ষ রোপণ কর্ম সূচি।”
মুর্শিদাবাদ জেলার দক্ষিণখন্ড মহাত্মাজী বিদ্যালয়ে জেলা সভাপতি তপন সামন্ত মহাশয়ের হাত দিয়ে এই কর্মসূচি সূচনা করা হয়।
এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের সালার কেন্দ্রের সদস্য সুদিন চ্যাটার্জি, আবুল হাসান আল মামুন, গোবিন্দ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, পরিচালন কমিটির সদস্য সহ অন্যান্য গুণিজন।
এদিন মঞ্চের সদস্য তথা সমাজ কর্মী আবুল হাসান আল মামুন সাংবাদিক দের মুখোমুখি হয়ে বলেন বিশ্ব উষ্ণায়ন তথা Global warming যে ভাবে বাড়ছে ও গাছ ও বনভূমি ধ্বংস হচ্ছে তাতে সমগ্র সভ্যতা ক্ষতির মুখে পড়ছে।
তিনি সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে অহব্বান করেন যাতে সকলে বৃক্ষ রোপণ করেন।
এই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করেন আবুল হাসান আল মামুন,
সদস্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।