উচ্চমাধ্যমিকে নজরকাড়া সাফল্য কৃষক পরিবারের সন্তান অর্ণব সাহার
রঙ্গিলা খাতুন ,কান্দী :- বাড়িতে থেকে পড়াশোনা করে এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৪৭৮ নম্বর পেয়ে মুর্শিদাবাদে দ্বিতীয় স্থান অধিকার করেছে কান্দি থানার অন্তর্গত জীবন্তি জিয়াদারা গ্রামের বাসিন্দা অর্ণব সাহা। তার সাফল্যে স্কুল, পরিবার , থেকে এলাকায় নেমে এসেছে খুশির হাওয়া।
বহরমপুর কৃষ্ণ নাথ কলেজ স্কুলের আর্সের ছাত্র অর্ণব সাহা । বিষয় ছিল বাংলা, ইংরেজী , শিক্ষাবিজ্ঞান , ভূগোল ,দর্শন , কমার্স। প্রতিটি বিষয়ে ৯০ এর উপরে নম্বর থাকলেও বাংলায় ৬৭ পেয়েছে । যা আরও বেশি নম্বর পাওয়ার কথা ছিল বলে জানিয়েছেন অর্ণব । প্রতিদিন প্রতিদিন ৬ থেকে ৭ ঘন্টা পড়াশোনা করতে পছন্দ করতেন। পড়াশোনার পাশাপাশি ছবি তুলতে এবং খেলাধূলা করতে পছন্দ করেন অর্ণব সাহা।
এই সাফল্যের পিছুনে বাবা মায়ের যেমন পূর্ণ সহযোগিতা পেয়েছেন তেমনি স্কুলের শিক্ষক শিক্ষিকারও যথেষ্ট সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন অর্ণব । তবে অর্ণব বলেন ” ভালো রেজাল্টের আশা করেছিলাম, কিন্তু বাংলায় এতো কমে পাব ভাবতে পারিনি। রিভিউ করলে আশাকরি নম্বর আরও বাড়বে ” বলে জানিয়েছেন।
ভবিষৎতে সরকারি অফিসার হয়ে সমাজ সেবার কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন অর্ণব সাহা।
পিতা সঞ্জীব সাহা জানান ছেলে অর্ণবের ভালো ফল হয়েছে, আশাকরি ভবিষৎতে আরও এগিয়ে যাবে।
কৃষক পরিবারের সন্তান অর্ণব সাহার এই ফলাফলে খুশি হাওয়া এলাকায়।