ফের অসহায় মানুষের পাশে দাঁড়ালো আরোহী ফাউন্ডেশন অব ইন্ডিয়া

Spread the love

নিজস্ব সংবাদদাতা ,কলকাতা :-    ফের অসহায় মানুষের পাশে দাঁড়ালো আরোহী ফাউন্ডেশন অব ইন্ডিয়া ।  গত বছরের লকডাউনে ন্যায় এ বছরও সাহায্য করে চলেছে  আরোহী ফাউন্ডেশন অব ইন্ডিয়া ।   এদিন নিউটাউন সংলগ্ন হাতিয়ারা এলাকায় উপস্থিত ছিলেন আরোহী ফাউন্ডেশন অব ইন্ডিয়া কর্নধার বিপ্লব কুমার সিনহা ও তার সদস্যরা । করোনা আবহে রুজি রোজগার হারা  বহু অসহায় মানুষ । হাতিয়ারা শহরের মাঝে হলেও বিভিন্ন প্রতিকূলতার সাথেই জীবন কাটাচ্ছেন এলাকার মুঠে মজুর , লোকের বাড়িতে কাজ করে দিন কাটাচ্ছেন অসহায় মানুষগুলি । প্রাকৃতিক দুর্যোগ এবং বর্ষার জল ঘরে ঢুকে আশ্রয় নিয়ে সমস্যার মুখে পড়েন তারা । এলাকার বেশি ভাগ বাড়ি
অস্থায়ী , পারাপার করতে একমাত্র ভরসা শুধু মাত্র বাঁশের সাঁকো । বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে জীবন যাপন অসহায় প্রতিটি মানুষ । হতিয়ারা অঞ্চলে রবীন্দ্রপললী , অরবিন্দ পল্লী , নেতাজি পল্লী অসহায় মানুষদের জন্য আরোহী ফাউন্ডেশন অব ইন্ডিয়া চিন্তা ভাবনা ও মহান উদ্দোগে এলাকার একটি অনুষ্ঠান বড়িতে মধ্যান্যভোজের আয়োজন করা হয় এলাকার দুস্থ অসহায় মানুষগুলোর জন্য । এদিন ২০০জন অসহায় মানুষগুলোর পাতে খাবার তুলে দেন আরোহী ফাউন্ডেশন অব ইন্ডিয়া কর্নধার বিপ্লব কুমার সিনহা তার সদস্যরা । আরোহী ফাউন্ডেশন অব ইন্ডিয়া কর্নধার বিপ্লব কুমার সিনহা বলেন, আগামী দিনে এই অসহায় মানুষগুলোর পাশে আছি এবং থাকবো । এলাকার মানুষ এই উদ্যেগকে সাধুবাদ জানিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.