আর্সেনিক মুক্ত পানীয় জলের শুভ উদ্বোধন রামচন্দ্রপুর গ্রাম প্রঞ্চায়েতের

Spread the love

আসেনিক মুক্ত পানীয় জলের শুভ উদ্বোধন রামচন্দ্রপুর প্রঞ্চায়েত

অয়ন বাংলা নিউজ,মিয়াদাদ হোসেন, লালগোলা:-
জলে অপর নাম জীবন আমরা সবাই একথা বিশ্বাস করি ।জল ছাড়া জীবনধারা বাঁচতে পারে না ।বতর্মান বিশ্বের জলে যে হাহাকার তা বলার অপেক্ষা রাখে না ।বতর্মানে পানীয় জলের সমস্যা ব‍্যাপক আকারে দেখা দিয়েছে ভারত তথা বিশ্বের দেশগুলিতে । কোথাও জলে সমস্যা কোথাও আসের্নিকের সমস্যা ।পশ্চিম বঙ্গের রাজ‍্যের মধ্যে মুশিদাবাদ আর্সেনিক প্রভাবিত এলাকা বলে পরিচিত ।
গ্ৰামীণ এলাকায় আর্সেনিক কি? বা এর ভয়াবহতা সম্পর্কে অবগত নয় ।অনেক প্রচার অভিযান চালিয়ে মানুষ কে সচেতন করা গেলেও ,তা লক্ষ্য মাত্রা পূরণ হয়নি ।কারণ গ্ৰামের সাধারণ মানুষ দিনমজুরি ,তাদের হাতে সেই পরিমাণ অথ সম্বল টুকু নেই আর্সেনিক মুক্ত নলকূপ বসানো ।

সাধারণ মানুষের কল‍্যাণ দিকে তাকিয়ে রামচন্দ্রপুর গ্ৰাম প্রঞ্চায়েত আসেনিক মুক্ত নলকূপের শুভ উদ্বোধন করলো ।এ অঞ্চলে মাননীয়া প্রধান সিমা খাতুন বলেন, “রামচন্দ্রপুর জিপি কে আর্সেনিক মুক্ত করার লক্ষ্যে আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।এলাকাবাসি পানীয় জলের সমস্যা থেকে মুক্তি পাবে ।অঞ্চলে মোট ৫টি এরকম আসেনিক মুক্ত নলকূপ বসানো হয়েছে।যা আনুমানিক এক একটা খরচ ৮লক্ষ টাকা করে ।এ অঞ্চলে উপপ্রধান আনোয়ার হোসেন বলেছেন ,আমরা অনেক দিন থেকে আর্সেনিক মুক্ত পানীয় জলের ব‍্যবস্থা করার চেষ্টা করছি,আজকে তার বাস্তবায়ন করতে পেরে খুব আনন্দ, কৃতজ্ঞতা প্রকাশ করছি ।এলাকার মানুষের বড়ো উপকারে আসবে ।আমরা আর্সেনিক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সমস্ত রকম ব‍্যাবস্থা গ্ৰহণ করতে প্রস্তুত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.