আর্তনাদ
আনসারুল ইসলাম
শুনতে পেয়েছো জাগ্রত বিবেক, অসহায়ের আর্তনাদ
ইলেকট্রিক পোলে বাঁধা যন্ত্রনা বিদ্ধ মানুষের হাহাকার!
শুনেছো আরবেজের বুকের পাঁজর ভাঙ্গার শব্দ ?
শুনেছো আখলাখের হৃদয় বিদারিত কান্না ?
দেখেছো ইমামের ছেলের রক্তমাখা দেহ ?
তোমার নীরবতায় প্রমাণ করে দেখেছো সবই
বুঝতে দাওনি বুর্বাক সমাজকে!
কেউ যেন বুঝতে না পারে তোমার মেকি দেশভক্তির বাণী!
শুধু একটি মাত্র শব্দ কি আছে তাতে ?
যে শব্দ উচ্চারণ করলে ক্ষুদার্থের খিদে মিটে যায় ?
দূর হয় দারিদ্রতার জ্বালা ?
পাওয়া যায় অন্ন বস্ত্র বাসস্থান ?
ঘুঁচে যায় বেকারত্বের যন্ত্রনা ?
কি আছে সেই শব্দে ?
যার জন্য হাজার হাজার শুভ বিবেক বিপদগ্রস্থ !
এমন কোন গ্রন্থ খুঁজে একটি শব্দ এনে দাও!
যে শব্দ পাঠ করলে ক্ষিদে পায়না!
পাওয়া যায় প্রাত্যহিক চাহিদা !
যে শব্দ পাঠ করলে ঘিঞ্জি বস্তির বাড়ি গুলি পাকা হয়ে যায়
যে শব্দ পাঠ করলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়!
দাও গো এনে সেই শব্দ-
আমি সারা দিন জপতে চাই সেই মন্ত্র !
-: :-: :-: :-
27/06/2019