নিজস্ব সংবাদ দাতা,অয়ন বাংলা,বহরনপুর:-
আজ ২৪/১১/২০১৯, রোজ রবিবার, বহরমপুর সেন্ট জন্স এম্বুলেন্স হলে সাড়ম্বরে অনুষ্ঠিত হল আশ-শিফা ট্রাষ্টের সেমিনার৷ আশ-শিফার প্রথম এই রকম সভা-খুবই ভাল সাড়া ফেলেছে সকল উপস্থিত লোকদের মধ্যে৷ আশ-শিফা ট্রাষ্টের কর্ণধার ডাঃ ইয়ার আলী গুরুত্বপূর্ণ সম্ভাষণমূলক প্রাথমিক বক্তব্যে সকল আমন্ত্রিত সদস্যদের শুভেচ্ছা জ্ঞাপন করেন৷ তাঁর সুনিপুন প্রজোযনা ও পরিচালনাই সভাটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে৷ সভাতে সভাপতিত্ব করেন-ডাঃ মীর ইমরান আলী৷ দূর দূরান্ত থেকে আগত সকল সদস্যদের নিজস্ব মতামত ও আশ-শিফা সম্পর্কে সংক্ষিপ্তাকারে বক্তব্য পেশ করতে দেওয়া হয়৷
সুদূর উত্তর দিনাজপুরের রসাকোয়া, করণদীঘি থেকে আগত বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসিক আনজারুল হক বলেন—” আশ-শিফা আমাদের স্বাস্থ্য-বিজ্ঞানকে অভিনব কায়দায় শিখিয়েছে৷ আশ-শিফার প্রত্যেকটি প্রোডাক্ট অত্যন্ত কার্যকরী ও এ ক্লাশ প্রোডাক্ট৷ আমি দীর্ঘ ৩ বছর থেকে আশ-শিফার সঙ্গে ব্যবসা করছি এবং আমি অত্যন্ত বিশ্বাসী আশ-শিফা র প্রোডাক্টে৷ আশ-শিফার সকল কর্মকর্তাগণ অমায়িক ও সৎ লোক৷”
সুদুর উত্তর ২৪ পরগণার বাদুড়িয়া থেকে আগত ডাঃ রফিকুজ্জামান বলেন—” আমি বিভিন্ন রোগীকে আশ-শিফা এর প্রোডাক্ট প্রেসক্রাইব করি৷ এবং আমি অত্যন্ত সুফল পেয়েছি৷ যে কেউই একবার আশ-শিফার প্রোডাক্ট ব্যবহার করে, সে দ্বিতীয়বার, বারবার নিজেই নিতে আসে৷ আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বললাম৷ আমাদের রোগীর পরিষেবা দিতে আশ-শিফার প্রোডাক্ট ব্যবহার জরুরী৷ মানসিক ভারসম্যহীন রাস্তাকুড়ের ভবঘুরেদের নিয়ে আমি দীর্ঘদিন ধরে সমাজসেবা করে যাচ্ছি৷ এ পর্যন্ত ১৩ জনকে সুস্থ করে নিজ বাসঘরে পাঠিয়েছি৷”
সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ৷ তন্মধ্যে কয়েকজন হলেন- নিয়ামুল কবীর(মহম্মদপুর আল আমীন মিশনের কর্মকর্তা,আমতলা), মেহবুব ই খোদা(বিশিষ্ট হোমিও চিকিৎসক আমতলা), আনওয়ার হোসেন(বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক,মালদা), আজিজুর রহমান(সাংবাদিক ও ব্যবসিক,মালদা), সুজাত সেখ(ন্যাচারোপ্যাথ ডাক্তার,লালবাগ), নাজির হোসেন( অবসর প্রাপ্ত শিক্ষক,কান্দি), মোসাররফ হোসেন(বিশিষ্ট সমাজসেবী,ভাবতা), গবেষক ইসমাইল লায়েক(কুরআনীক এষ্ট্রোনমীর লেখক,বর্ধমান), আনিসুর রহমান(চিফ এডিটর,অয়নবাংলা নিউজ), মিজানুর রহমান(সহ-সম্পাদক—ছাত্র পরিষদ মুর্শিদাবাদজেলা), আব্দুস সাত্তার(বিডিইও,কান্দি), আবু রাইহান বিশ্বাস(প্রধান শিক্ষক,প্রাথমিক বিদ্যালয়), আয়ুব আলী(বিশিষ্ট নির্ভিক সাংবাদিক), আনসারুল হক(বিশিষ্ট কবি), সাহাবুদ্দিন সেখ(সম্পাদক,মানব বন্ধন,বেলডাঙ্গা), সাইদুর রহমান( গ্রামীণ চিকিৎসক, রতুয়া মালদা) প্রমূখ৷
সভার মূল উদ্যেশ্য নিয়ে ডাঃ ইয়ার নিম্নের বক্তব্য পেশ করেন—
“আজকে আমরা এখানে সমবেত হয়েছি যে মহান উদ্যেশ্য নিয়ে তা
সেমিনারের উদ্যেশ্যঃ—
১)ইসলামিক প্রিন্সিপল ইন মডার্ণ মেডিক্যাল বেসিক বিলিফ বা থট৷
২) আশ শিফা এর ভিসন এন্ড মিশন
৩)ফিউচার প্লান—
ক) আশ-শিফার প্রত্যেকটা ফুড সাপ্লেমেন্টস ও প্রোডাক্ট পশ্চিমবঙ্গের সর্বত্র তথা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া একদম সুপরিকল্পিত ও শৃঙ্খলাবদ্ধভাবে৷
খ) বিভিন্ন ব্লক ওয়াইজ নিয়োমিত দাওয়া প্রোগ্রাম ও মেডিক্যাল ক্যাম্প, ও অন্যান্য পরিষেবা কেন্দ্র গড়ে তুলা৷
গ)নিয়মিত পত্রিকা প্রকাশের মাধ্যমে আশ শিফাকে বিস্তৃত করা ও আমাদের পারস্পরিক ভাতৃত্বের সম্পর্ক মজবুত করা৷ পারস্পরিক মতবিনিময়ের মাধ্যম গড়ে তুলা৷
ঘ) একটা জায়গা কিনে ,তাতে বড় আশ-শিফা প্রতিষ্ঠান গড়ে তুলা৷
ঙ)ইসলামিক পদ্ধতিতে চিকিৎসা বিষয়ে গবেষণা সেন্টার ৷
চ)এতিমদের জন্য এতিম খানার মাধ্যমে হেফজ বিভাগ খোলা ।
৪)আমন্ত্রিত সদস্যদের বৈশিষ্ট ও তাঁদের কাজ:
এই “আমন্ত্রিত সদস্যবোর্ড” নেক ও সৎ, দানশীল ও মহানুভব, দয়াবান ও ঈমানদার লোক দ্বারা গঠিত হবে৷
শর্তাবলীঃ
ক) সমাজসেবার মন-মানসিকতা থাকতে হবে৷
খ) দানশীলতার গুণ ( সময় ও অর্থ) থাকতে হবে৷
গ)হিংসা ও বিদ্বেষমুক্ত থাকতে হবে৷
ঘ)ক্ষমাশীলতা ও পরোপকারিতা গুণ থাকতে হবে৷
আমন্ত্রিত সদস্যদের বহুবিধ কাজের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ হল— সামাজিক লিঙ্কেজ তৈরী করে দেওয়া, সুপরামর্শ দান করা, আশ শিফার কাজকর্মে সুপরামর্শ ও সহযোগীতা প্রদান করা৷
৫)পত্রিকা টিম গঠণ
আমরা আশ-শিফা এর পক্ষ থেকে “আরোগ্য” অথবা “অয়ন বাংলা” মাসিক পত্রিকা বের করব ইহশাল্লাহ৷
তাতে, মাসের গুরুত্বপূর্ণ দেশীয় ও আন্তর্জাতিক ঘটনাবলীর উপর প্রতিবেদন থাকবে, স্বাস্থ্য সচেনতামূলক প্রতিবেদন থাকবে, বিভিন্ন গুরূত্বপূর্ণ খবর থাকবে, বিভিন্ন জনের সাহিত্য, কবিতা, রচনা বা প্রবন্ধ থাকবে, ইসলামী জিজ্ঞাসা বা প্রতিবেদন থাকবে৷ দাওয়াতি লিখনি থাকবে৷ ইনশাল্লাহ৷
এই পত্রিকার সুন্দর উপস্থাপনা ও প্রোযজোনার জন্য—
পত্রিকার সম্পাদক, সহ সম্পাদক, ক্যাসিয়ার, মার্কেটিং ম্যানেজার, লেখনি সংগ্রহকারী প্রভৃতি গঠণ করেন নিম্নরূপঃ
পত্রিকা কমিটি:-
সহ সম্পাদক:-মীর ইমরান .(সমাজসেবী)
এস.কে.এম মিজানুর. (কবি,সাংবাদিক)
আনসারুল ইসলাম (কবি)
ডিস্ট্রিবিউসন ম্যানেজার-
আয়ুব হোসেন (সাংবাদিক)
নিয়ামুল কবীর
প্রেসের বা ছাপানো দায়িত্ব:-
সাহাবুদ্দিন বেলডাঙ্গা
৬) ফান্ড টিম গঠণ
আশ-শিফার সামাজিক ও দাওয়াতি কাজ সুষ্ঠভাবে পরিচালনা ও জারি রাখার জন্য অনবরত আর্থিক জোগান জরুরী৷
এই ব্যাপারে প্রত্যেক আমন্ত্রিত সদস্যদের অকুন্ঠ আবেদন ও অনুরোধ —তাঁরা যেন নিজস্ব দান ছাড়াও , বিভিন্ন দানশীল ব্যক্তিদের দান আমাদের ফান্ডে সংগ্রহ করে দেন৷
এই ফান্ডের সম্পাদক ও সংগ্রাহক, ক্যাশিয়ার পদে নিম্নবর্ণিত ব্যক্তিদের দায়িত্ব দেনঃ
দাওয়া কমিটি:-
আব্দুস সাত্তার
ইসমাইল লায়েক
মীর ইমরান
রফিকুজ্জামান
মনিরুল হক
নিয়ামুল কবির
এস কে মিঠুন
৭) ব্লক ও জেলা কো-অর্ডিনেটর গঠণঃ
সভাতে উপস্থিত সকলকেই আপন আপন এলাকাতে আশ-শিফা ট্রাষ্টের কো-অর্ডিনেটর নিয়োগ করেন৷
১০) স্ব-নির্ভরতা — আশ শিফা তে যুক্ত হয়ে! কীভাবে?
যে কেউ নিজ অন্চলে, আশ শিফার ছোট্ট অফিস করে বা দোকানঘর করে বা নিজের বাড়ীতেই সমস্তরকম আশ শিফার কাজ নিজ এলাকাই পরিচালনা করবেন এবং পাশাপাশি আশ শিফা হেল্থ কেয়ারের ব্যবসা করেও স্বাবলম্বী হতে পারবেন৷
ডাঃ মীর ইমরান আলী বলেন—” আমি আশ-শিফাতে যুক্ত হয়ে গর্বিত!”
উক্ত বক্তব্যের শেষে মজলিশ শেষের দোয়া পাঠ করে সভা শেষ হয়৷