ওয়েবডেস্ক: ধর্মের জিগির তুলে বিগত পাঁচ বছরেরও বেশি সময় ধরে দেশে শাসন করছে বিজেপি। কিন্তু যে নরেন্দ্র মোদীকে সামনে রেখে এই ধরনের ‘খেলা’ খেলে চলেছে গেরুয়া শিবির সেই মোদীর গড় বারাণসীতেই ফুটে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির। এই বারাণসীর রাস্তাতেই একইসঙ্গে হয় নামাজ পাঠ এবং রামায়ণের স্তোত্র পাঠ। তিন শতাব্দীরও বেশি সময় ধরে এই সাম্প্রদায়িক সম্প্রীতির নজিরের চিত্র ফুটে ওঠে বারাণসীতে।
বারাণসীর রাজঘাট থেকে মাত্র ৫০০ মিটার দূরে রয়েছে জোড়া মন্দির এবং মসজিদ। সেখানেই সূর্যাস্তের সময় যখন রামলীলায় মত্ত হয় হিন্দুরা তখনই নামাজ পড়ে আল্লাহকে ডাকেন মুসলমানরা। বিগত সাড়ে তিনশো বছর ধরে হিন্দু-মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে এই চিত্র ফুটিয়ে তুলেছে বারাণসীতে।
জানা যায় আগে শুরু হয় রামলীলা, চলে নামাজ পাঠের ৩০ মিনিট পর পর্যন্ত। নামাজ পাঠ এরপর রামলীলার দর্শকদের সঙ্গে মিশে যান মুসলিমরা। বিরোধীদের কথায় যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে বিজেপি, সেখানে বারাণসীতে জোড়া মন্দির-মসজিদ অন্য উদাহরণ স্থাপন করছে তা বলাই বাহুল্য। স্থানীয়দের কথায়, এত বছর ধরে একসঙ্গে নামাজ পাঠ এবং রামলিলা হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কোনও সমস্যার সম্মুখীন হতে হয়নি তাদের। তাদের কথায় এ জিনিস যেমন চলে আসছে, তেমনি চলতে থাকবে।
সৌজন্য:- মহানগর