নিউজ ডেস্ক,অয়ন বাংলা:- অসমে জাতীয় নাগরিকপঞ্জীর পুনর্নবীকৃত তালিকা খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। ইকোনমিক টাইমসকে এমনটাই জানিয়েছেন সেরাজ্যের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অসমের করিমগঞ্জ ও শিলচরে জনসভায় একথা বলেন তিনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে ফের নাগরিকত্ব বিল পেশ করবে কেন্দ্রীয় সরকার। তার ফলে সমস্ত প্রতিবেশী দেশ থেকে আগত উদ্বাস্তুরা ভারতের নাগরিকত্ব পাবেন।
হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘এই NRC-তে আমরা বিশ্বাস করি না। আদালতে আমরা সেকথা জানিয়ে এই NRC খারিজের আবেদন জানাবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর্যবেক্ষণে ফের NRC হবে। এখন যারা দাঁত বার করে হাসছে তখন তাদের কাঁদতে হবে। যাঁরা ধর্মীয় কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তাঁদেরও নাগরিকত্ব দিতে তৈরি হবে আইন।’
হিমন্তের প্রশ্ন, ‘প্রাণ বাঁচাতে যে হিন্দুরা ভারতে এসেছেন তাঁদের কি শত্রু বলে চিহ্নিত করা উচিত।’ তাঁর আশ্বাস, ‘৩-৪ মাস অপেক্ষা করুন। যাদের ভারত মাতায় আস্থা আছে এমন বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, শিখ, পারসিক সবাই নাগরিকত্ব পাবেন।’
তিনি বলেন, ‘অহমিয়ারা চান হিন্দু বাঙালিদের নাগরিকত্ব দেওয়া হোক। অসমের ভাষাভিত্তিক জাতীয়তাবোধ বিপদ ডেকে আনতে পারে। অহমিয়ারা কখনো বাঙালি বিরোধী নন।’