ওয়েবডেস্ক: ২৩ সেপ্টেম্বর তৃণমূল সাংসদ ও যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছিলেন প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সন্ময় বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সেই মন্তব্য কুরুচিকর ছিল বলে সাইবার অপরাধের অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ৷ রবিবার সন্ময় বন্দ্যোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল পুরুলিয়া আদালত৷ আদালত থেকে বেরোনোর পর দলীয় কর্মীদের কাছে কান্নায় ভেঙে পড়েন সন্ময় বাবু৷
শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে পুরুলিয়া জেলা আদালত। সপ্তাহে একদিন তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে সন্ময় বন্দ্যোপাধ্যায়কে৷ তাঁর জামিনের পর প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র বলেন, অবশেষে সত্যের জয় হল৷ সন্ময়ের উপর যেভাবে পুলিশের সঙ্গে তৃণমূলের দুষ্কৃতীরা আক্রমণ করেছিল তাদের বিরুদ্ধে আইনের পথে লড়বে দল৷ প্রসঙ্গত, শুক্রবার দুপুরে এই কংগ্রেস নেতাকে জেলা আদালতে তোলা হলে বিচারক রিম্পা রায় দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। খারিজ করে দেওয়া হয় সন্ময়বাবুর জামিনের আবেদন। এরপর সন্ময়বাবুক গ্রেফতারির প্রতিবাদে রাজ্যজুড়ে একাধিক জায়গায় বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মী সমর্থকরা।
শনিবার কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের ইলিয়াস রোডের বাড়িতে গিয়েছিল বিজেপির এক প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহ সভাপতি জয় প্রকাশ মজুমদার ও মহিলা মোর্চা নেত্রী অগ্নিমিত্রা পাল। কংগ্রেস নেতার পরিবারের পাশে দাঁড়িয়ে একসাথে লড়ার বার্তা দেওয়া হয় গেরুয়া শিবিরের পক্ষ থেকে। সন্ময়ের পরিবারের সাথে দেখা করে বিজেপির প্রতিনিধি দল কথা বলেন। গ্রেফতারের ঘটনার বিরুদ্ধে পরিবারের পাশে দাঁড়ায় গেরুয়া শিবির৷