নিজস্ব সংবাদদাতা:- সাতসকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হল চারজনের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক মহিলা সহ আরো ২ জন। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদে নবগ্রাম থানার পোমিয়া এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের ঘটনা। এলাকায় প্রায়শই দুর্ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় জনগণ। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে নবগ্রাম থানার পুলিশবাহিনী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে- প্রতিদিনের মতো পোমিয়া গ্রামের কিছু বাসিন্দা আজ সকালেও বহরমপুর শহরে কাজে যাওয়ার উদ্দেশ্যে জমায়েত হয় ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে। এরপর সবাই মিলে যখন দাঁড়িয়ে থাকা একটি চারচাকা গাড়িতে উঠতে যায়- ঠিক তখনই একই দিক থেকে আসা অপর একটি চারচাকা ভ্যান সজোরে ধাক্কা মারে তাদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় নবগ্রাম থানার পুলিশ। আহত ৩ জনের মধ্যে একজন মহিলা সহ মোট দুই জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় মৃত ও আহত ব্যক্তিরা প্রত্যেকে একই গ্রামের বাসিন্দা। যদিও মৃত গাড়ি চালকের কোনো পরিচয় পাওয়া যায়নি এখনো। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মন্ডল। ওই এলাকায় রাস্তা সমান্তরাল না থাকায় প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনার প্রতিবাদে অবশেষে রাস্তা অবরোধে সামিল হয় উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে হাজির রয়েছে নবগ্রাম থানার পুলিশ।