আয়ন বাংলা খবরের জের
ঝাড়খন্ডের অসহায় পরিযায়ী শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা
জৈদুল সেখ .কান্দী ,মুর্শিদাবাদ:- ঝাড়খন্ড রাজ্যে থেকে আসা পরিযায়ী শ্রমিকরা লকডাউনের ফলে অসহায় হয়ে পড়েছে খাবার থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসে টান,পড়েছে.এই অবস্থায় ওরা অসহায়।
সেই অসহায় চিত্র গতকাল তুলে ধরেছিলেন আয়ন বাংলার সাংবাদিক জৈদুল সেখ
সেই খবর পেয়ে পরেই দিনই তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রার্থ প্রতিম সরকার ।
আজ আরো বেশি করে সহযোগিতার হাত বাড়ালো
স্বয়ং কান্দী বিডিও নীলাঞ্জন মন্ডল ও পঞ্চায়েত সমিতির কার্যকরী সভাপতি প্রার্থ প্রতিম সরকার সহ কান্দীর একাধিক প্রশাসনিক কর্তাবৃন্দ ।
বিডিও কে চিকিৎসার কথা বলায় তাদের চিকিৎসার ব্যবস্থা করলেন আজ ।
বিডিও এবং সহ সভাপতি পার্থপ্রতিম সরকার গতকাল বলেছিল মেডিক্যাল টিম পাঠাবে .সেই মত
আজ এগারোটার সময় গোকর্ণ হসপিটাল থেকে ডাক্তার উজ্জ্বল চন্দ্রের নেতৃত্বে মেডিক্যাল টিম আসে
জীবন্তির উদয়চাঁদপুরে আটকে যাওয়া পরিযায়ী শ্রমিকদের কাছে, সকলের চিকিৎসা বা চেকাপ করা হয়,
শুধু তাই নয় চেকপোস্ট ও উদয়চাঁদপুরে কলকাতা এবং বিহার থেকে আসা তিনজনকে চিকিৎসা করে বলে অন্তত ১৪ দিন বাড়িতে থাকার পরামর্শ দেন
ডাক্তার উজ্জ্বল চন্দ্র ।
অয়ন বাংলার পক্ষ থেকে স্থানীয় প্রশাসন কে ধন্যবাদ জ্ঞাপন করা হল।