নিউজ ডেস্ক:- বাবা রামদেব হাতির পিঠে চেপে শিখাচ্ছিলেন যোগ ।হাতি নড়তেই বাবা সটান গিয়ে মাটিতে । কিন্তু রামদেবের সেই পড়ে যাওয়ার দৃশ্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ২২ সেকেন্ডের এই ভিডিয়োটি মথুরার রমনরেতি আশ্রমের বলে খবর। সূত্রের খবর, সেখানে বাবা রামদেব সন্ন্যাসীদের যোগা শেখাচ্ছিলেন। তাঁরই এক ভক্ত ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে বাবা রামদেবকে হাতির পিঠে উঠে যোগ করতে দেখা যাচ্ছে। শুরুর দিকে সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু আচমকা হাতিটি একটু নড়েচড়ে উঠতেই ঘটে যায় বিপত্তি। হাতির পিঠ থেকে যোগগুরু একেবারে গিয়ে পড়েন মাটিতে। যদিও মাটিতে পড়েই সঙ্গেসঙ্গে উঠে যান রামদেব। পরিস্থিতি সামলাতে মাটিতে পড়া মাত্রই উঠে দাঁড়ান তিনি। হাসতে হাসতে সামনের দিকে এগিয়ে যান।
Watch: Yoga guru Baba Ramdev falls off elephant while performing yoga, video goes viral. pic.twitter.com/y7cMJp9VRB
— TIMES NOW (@TimesNow) October 13, 2020
রামদেবের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, যোগগুরু সোমবার মথুরার মহাবন রমনরেতির গুরু শরণানন্দ মহারাজ আশ্রমে পৌঁছেছেন। সেখানেই তিনি সন্ন্যাসীদের যোগ ব্যায়াম শেখাচ্ছেন। শরণানন্দ মহারাজকেও তিনি যোগ শেখান বলে জানা গিয়েছে। হাতির থেকে পড়ে যাওয়ার ভিডিয়ো না হলেও আশ্রমে যোগ শেখানোর বেশ কিছু ছবি বাবা রামদেব নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকেও শেয়ার করেছেন।