ওয়েবডেস্ক: বাবরি মামলার রায় এই মাসের ১৭ তারিখের আগেই প্রকাশিত হবে৷ তার আগে অযোধ্যায় অন্তত ১০ লাখ করসেবক আসছে৷ প্রস্তুত প্রশাসন৷এই সময় যাতে কোনও রকম বিশৃঙ্খলা দেখা না দেয় তা সুনিশ্চিত করতে জেলা প্রশাসন অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। তাছাড়াও বড় কোনও সমাবেশের উপর জারি করা হয়েছ নিষেধাজ্ঞা।
এমনিতেই ১২ নভেম্বর, মঙ্গলবার ১০ লাখের বেশি ভক্ত অযোধ্যায় জমায়েত হতে চলেছেন হিন্দু ধর্মীয় অনুষ্ঠান কার্তিক পূর্ণিমায় যোগ দিতে। আর ঠিক সেই সময়ের আসপাশেই সুপ্রিম কোর্ট তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিতর্ক মামলায়। ভারতের ইতিহাসের অন্যতম স্পর্শকাতর সাম্প্রদায়িক মামলার রায় ঘোষণা ও একই সঙ্গে এত ভক্ত সমাগমকে মাথায় রেখে প্রশাসনিক কর্তাদের বেড়েছে নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কা।
এই সময় যাতে কোনও রকম বিশৃঙ্খলা দেখা না দেয় তা সুনিশ্চিত করতে জেলা প্রশাসন অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। তাছাড়াও বড় কোনও সমাবেশের উপর জারি করা হয়েছ নিষেধাজ্ঞা। সোশ্যাল মিডিয়া পোস্টের উপরও রাখা হয়েছে কড়া নজরদারি। হিন্দু ও ইসলামের শীর্ষ স্থানীয় ধর্মগুরুরা মানুষকে শান্ত থাকার বার্তা দিয়েছেন।কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাকভি মঙ্গলবার তাঁর বাসভবনে আয়োজিত একটি সভায়, সমাজের প্রত্যেক স্তরের মানুষকে আদালতের রায়কে সম্মান জানাতে অনুরোধ করেছেন।
সৌজন্য:- মহানগর