শিশু দিবসে সারা পৃথিবীর প্রতিটি শিশুর জন্য রইল অন্তরের অন্তস্থল থেকে রইল আমার স্নেহ ও ভালোবাসা। প্রতিটি শিশুর মুখে ফুটে উঠুক অকত্রিম হাসি। সেই সঙ্গে সকলের সুস্বাস্থ্য কামনা করছি।
শিশুর হাসি
আনসারুল ইসলাম
শিশু সেতো শুধু শিশু নয় জান্নাতি এক ফুল
হাসি আনন্দ জীবনের মাঝে হৃদয়ের বুলবুল
সকাল সাঁঝে কাজের মাঝে বড়ই ভালোবাসি
জুড়ায় মনের সুপ্ত বেদনা বাঁধভাঙা শিশুর হাসি
আধো আধো কথা গুটি গুটি পায়ে পথ চলা
মনের খুশিতে আধো বাক্যে কিছু কিছু কথা
আধো বেদনা আধো খুশিতে ভরা শিশুর মুখ
অবোধ শিশুর মিষ্টি হাসি আনন্দে ভরে বুক
জানালার পাশে খেলে লুকোচুরি অবোধ শিশু
ঘরের মাঝে খেলাকরে যেন জান্নাতি সেই যিশু
প্রতি শিশুই সুখের নেয়ামত যেন খোদার দান
শিশুর হাসিতে লুকায়িত সারা জাহানের বাগান
তবু পথ শিশু কাঁদে অনাদরে হাজারো বেদনায়
শৈশব কাটে পথে প্রান্তরে ওই জীবনের যাতনায়
ক্ষুধার্ত শিশু ব্যথাতুর মুখ কত কি যে বলে যায়
এই পৃথিবীর প্রতিটি শিশুর বাসযোগ্য বুঝি নয়
আবার উঠুক প্রভাতে সূর্য পূর্ব আকাশ বেয়ে
ফুটে উঠুক শিশুর হাসি আসমান পানে ধেয়ে
বাতাস যেন পুলকিত হয় শিশুর হাসি ও গানে
দুঃখ-বেদনার লাগেনা পরশ কোন শিশুর প্রাণে
-:-:-:-:-:-:-:-:-:-
14-11-2020