বাইশে শ্রাবণ
আনসারুল ইসলাম
তুমি আছো সবার মাঝে নেই প্রত্যক্ষ উপস্থিতি
তুমি আছো হৃদয় দুয়ারে শুধু শরীরী অনুপস্থিতি
তুমি আছো অট্টালিকায় লাখো বস্তির ঘরে
তুমি আছো দেবতার আসনে মনেরও মন্দিরে
তুমি আছো পড়ার টেবিলে হাজার বইয়ের মাঝে
তুমি আছো গানের সুরে মনের ঘরে সকাল সাঁঝে
তুমি আছো ড্রইং রুমে তুলির টানে শিশুর হাতে
তুমি আছো সবার মনে প্রতিক্ষণে সবার সাথে
তুমি আছো মেঘের মাঝে আষাঢ় শ্রাবণ মাসে
তুমি আছো শরতের মাঝে প্রকৃতি যখন হাসে
তুমি আছো দিনের শেষে রাঙ্গা গোধূলি বেলায়
তুমি আছো মেঘের মাঝে সাদা বকের খেলায়
তুমি আছো শীতের সকালে শিশির ভেজা ঘাসে
তুমি আছো কাশবনে নদী তীরে উদাসী বাতাসে
তুমি আছো চির প্রবাহিত ওই নদীর কলতানে
তুমি আছো প্রেম বিরহে রাখাল ছেলের গানে
তুমি আছো দুকূল প্লাবিত বাঁধভাঙা নদী তীরে
তুমি আছো জোৎস্না রাতে হাজার তারার ভীড়ে
তুমি আছো মেঠো পথে বেলি ফুলের সুঘ্রানে
তুমি আছো সোনাঝরা ধানের মাঠে অঘ্রাণে
তোমার বাণী বাংলা সহ বহির্বিশ্ব করেছে জয়
এনেছো ঝুলিতে নোবেল সহ সম্মান সমুদয়
সারা দুনিয়া মোহিত হয়েছে কথা কবিতা গানে
তোমার কথায় পাল তুলেছে নবীন প্রবীণ প্রাণে
এসেছিলে তুমি পঁচিশে বৈশাখ বজ্র বাহনে চড়ে
প্রথম রেখেছিলে পা কলকাতা ঠাকুর পরিবারে
ভাসিয়ে দিয়ে সারা দুনিয়া এনেছো সুরের প্লাবন
সবই ছেড়ে দিলে পরপারে পাড়ি বাইশে শ্রাবণ
-:-:-:-:-:-:-
07/08/2020 (বাইশে শ্রাবণ ১৪২৭)