আবার নোট বন্দি ,এবার কি দু হাজার টাকা নোট বন্ধ হতে চলেছে ?

Spread the love

নিউজ ডেস্ক:- আবার নোট বন্দি ,এবার দু হাজার টাকা নোট বন্ধ হতে চলেছে । আগামী পহেলা মার্চ থেকে বন্ধ হচ্ছে। মোদি সরকার ক্ষমতায় আসার পর নোট বন্দির ফলে এখনও ভারতীয় অর্থনীতি কোমড় সোজা করে দাঁড়াতে পারেনি। টালমাটাল অবস্থা ছোট বড় সমস্ত ব‍্যবসায়। দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে সাধারণ মানুষকে। এনকি জীবনও গিয়েছে অনেকের। সেই সময় ৫০০ ও হাজারের নোট বন্দি করে নতুন ২০০০ টাকার নোট চালু হয়েছিল। এবার সেই ২০০০ টাকার নোট বন্দি হচ্ছে। আগামী মাসের ১ তারিখ থেকে আর কোনো এটিএমে মিলবেনা ২০০০ টাকার নোট। এমনটাই খবর ইন্ডিয়ান ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে।
সম্প্রতি ইন্ডিয়ান ব্যাংক কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে উল্লেখ করা হয়েছে, আগামী মাসের পয়লা তারিখ থেকে তাদের কোনও এটিএম কাউন্টারেই আর ২ হাজারের নোট পাওয়া যাবে না। তার বদলে ওখান থেকে ২০০ টাকার নোট বের হবে। এর জন্য প্রতিটি এটিএম মেশিনে ২ হাজার টাকার বদলে ২০০ টাকার নোটের সেন্সর লাগানোর কাজ চলছে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই তা শেষ হবে।

মূলত ২০০০ হাজারের নোট নিয়ে জনগণের সমস্যার শেষ নেই। সেই নোট খুচরো করতে গিয়েও নাকানি ও হয়রানি শেষ নেই । খেতে হচ্ছে। যার ফলে এমনটা সিদ্ধান্ত বলে জানা গেছে।