অয়ন বাংলা , ওয়েবডেস্ক:- বাংলার রবিনহূডের কপালে আরো একটা পালক যোগ হচ্ছে। দীর্ঘ কয়েক বছর ধরে একাই লড়ছেন তিনি। টানা পাঁচবারের সাংসদ হয়েছেন। সেই সূত্রে আগামী পাঁচ বছরের জন্য লোকসভায় বিরোধী দলনেতা করা হয়েছে তাঁকে। গুরুদায়িত্ব পেয়ে ইতিমধ্যেই ফুল ফর্মে ব্যাটিং শুরু করেছেন তিনি। ফলে এবার বহরমপুরের রবিনহুডকে আরও বড়সড় দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, এবার সংসদে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদের জন্য অধীরের নামই প্রস্তাব করেছে কংগ্রেস। ফলে লোকসভায় যে কংগ্রেস নেতৃত্ব পুরোপুরিই অধীরের উপর নির্ভর করতে চলেছে তা আরও একবার স্পষ্ট হয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, এই পদেই আগে ছিলেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেসের তরফ থেকে সেই পদেই নাম প্রস্তাব করা হয়েছে অধীর চৌধুরীর নাম। বর্তমান কংগ্রেসের চেয়ারম্যান সোনিয়া গান্ধী সহ বাকি সকল কংগ্রেস সাংসদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। কংগ্রেস ছাড়াও অন্যান্য বিরোধী দলগুলি নিজ নিজ প্রতিনিধিদের নাম প্রস্তাব করেছে এই কমিটিতে। তৃণমূল, ডিএমকে, বিজেডির মতো দলগুলির তরফে সর্বমোট ২৩ জনের নাম প্রস্তাব করা হয়েছে বলে খবর।
চলতি বাদল অধিবেশনে প্রথম দিন থেকেই কেন্দ্রীয় সরকারকে তুখোড় আক্রমণের পথে হেঁটেছেন অধীর। সংসদে তাঁর বেশ কয়েকটি বক্তব্য ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়ে নিয়েছে সকল বিরোধীদের। ভোট শেষ হওয়ার পর খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পিঠ চাপড়ে সাবাশি দিয়েছিলেন অধীরকে। বস্তুত, দীর্ঘ রাজনৈতিক জীবনের শেষে অবশেষে জাতীয় স্তরে রাজনৈতিক স্বীকৃতি পেয়েছেন অধীর। আর প্রথম দায়িত্ব পেয়ে যেভাবে তিনি নিজেকে ফুটিয়ে তুলেছেন তাতে অধীরের ঘাড়েই আরেকটি গুরুদায়িত্ব তুলে দেওয়ার প্রস্তুতি নিয়েছে কংগ্রেস। এমন কি সোনিয়াজি র সুপারিশে প্রথম সারিতে বসার জায়গা ও পাকা করে নিয়েছেন।