বাংলা রিপোর্টার্স গিল্ড-এর উদ্যোগে বেহালায় কিশোর ভারতী স্কুলের লাইব্রেরীর জন্য বিনামূল্যে পাঠ্য-পুস্তক বিতরণ
পরিমল কর্মকার (কলকাতা) : রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সি-র সহায়তায় ও বাংলা রিপোর্টার্স গিল্ড-এর উদ্যোগে সারা বাংলা জুড়ে বেশ কিছু স্কুলের লাইব্রেরী ও দুঃস্থ ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে পাঠ্য-পুস্তক বিতরণী কর্মসূচিতে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন রাজ্যের অন্যতম সাংবাদিক সংগঠন বাংলা রিপোর্টার্স গিল্ড-এর কর্মকর্তারা। শনিবার (১৫ মে) এই কর্মসূচির অঙ্গ হিসেবে বেহালায় কিশোর ভারতী স্কুলের লাইব্রেরীর জন্য তারা ৩০ হাজার টাকার পাঠ্য-পুস্তক বিনামূল্যে বিতরণ করলেন।
এই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ডঃ অরুণ কুমার জানান, দুঃস্থ ও অসহায়দের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে দীর্ঘদিন ধরেই বাংলা রিপোর্টার্স গিল্ড উদ্যোগী ভূমিকা পালন করে চলেছে। এছাড়াও গুণী মানুষদের সম্মাননা জ্ঞাপন করা থেকে শুরু করে শারদ সম্মান সহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যেও জড়িয়ে রয়েছে তাদের এই সংগঠন।
কিশোর ভারতী স্কুলের সম্পাদক সুব্রত সরকার তাঁর বক্তব্যে বাংলা রিপোর্টার্স গিল্ড-এর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তাদের নিজেদের স্কুলের সংগ্রামী ভূমিকার কথাও উল্লেখ করেন। । তিনি বলেন, ছোট্ট একটি টালির চালা ঘরের পাঠশালা থেকে কিভাবে কিশোর ভারতী আজ মহীরূহে পরিণত হয়েছে….! এখন এই স্কুলটি প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে পঠন-পাঠনে বেহালায় অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। শুধু তাই নয়, ভগ্নী নিবেদিতা কলেজটিও কিশোর ভারতী স্কুলেরই অঙ্গ বলে জানান তিনি। আগামী দিনে এই সাংবাদিক সংগঠনের যেকোনো জনমুখী কাজে তারা পাশে থাকবেন, এ কথাও উল্লেখ করেন তিনি।
স্কুলের প্রবীণ শিক্ষক মানব চক্রবর্তী বলেন, “এইভাবে একটি সংগঠন আমাদের স্কুলকে বিনামূল্যে বই উপহার দিয়ে যাবে, আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি…..” তবে তিনিও একসময় এই স্কুলকে তার নিজের বহু পাঠ্য-পুস্তক দান করেছেন বলে জানান।
এদিন সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে এই অনুষ্ঠানে স্কুলের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক সুব্রত সরকার, শিক্ষক মানব চক্রবর্তী ও শিক্ষক-শিক্ষিকারা। সাংবাদিক সংগঠনের পক্ষে বক্তা ও উপস্থিতির তালিকায় ছিলেন সভাপতি ডঃ অরুণ কুমার, সাধারণ সম্পাদক পরিমল কর্মকার, সাংগঠনিক সম্পাদিকা গীতশ্রী পাল, সহ: সভাপতি রীমা শিকদার ও প্রবোধ কুমার সাহা, সহ: সম্পাদক স্বপন নস্কর, গোপাল চ্যাটার্জী, অভিজিৎ দাস, অল বেঙ্গল ক্যারাটে অ্যাসোসিয়েশনের সম্পাদক বোধ নারায়ণ যাদব প্রমুখ।