সাড়া ফেলেছে বাংলা রিপোর্টার্স গিল্ডের পুজোর অতিথি পত্র

Spread the love

সাড়া ফেলেছে বাংলা রিপোর্টার্স গিল্ডের পুজোর অতিথি পত্র

পরিমল কর্মকার (কলকাতা) : অন্যান্যবারের মতো এবারেও সাড়া ফেলেছে বাংলা রিপোর্টার্স গিল্ড আয়োজিত পুজোর “অতিথি পত্র”। দুর্গা প্রতিমা দেখতে সাংবাদিক ও তাদের পরিজনরা যাতে সহজেই মণ্ডপে প্রবেশ করতে পারেন, সেই জন্যই এই অতিথি পত্রের আয়োজন করে আসছে বাংলার অন্যতম সাংবাদিক সংগঠন “বাংলা রিপোর্টার্স গিল্ড”।

বিগত ১৩ বছর ধরে এই অতিথি পত্র পূজা দর্শনার্থীদের মধ্যে সাড়া ফেলেছে বলে জানা গিয়েছে। এবারেও তার ধারাবাহিকতা অব্যাহত ছিল। এই কার্ডে এবছর তালিকাভুক্ত ছিল কোলকাতার বড় বড় ৪০টি পূজা কমিটি। চাহিদা তুঙ্গে থাকা সত্বেও শেষ মুহুর্তে অনেককেই এই অতিথি পত্র দেওয়া সম্ভব হয়নি বলে জানান সংগঠণের কর্মকর্তারা।

প্রসঙ্গত: শ্রীভূমি, সন্তোষ মিত্র স্কোয়ার, মহম্মদ আলি পার্ক, তেলেঙ্গানা বাগান, কলেজ স্কোয়ার, যোধপুর পার্ক, বাবুবাগান সর্বজনীন, বেহালা বুড়োশিবতলা জনকল্যাণ সংঘ, উদয়ন ক্লাব, ২৫ পল্লী, ৪১ পল্লী, বেহালা ফ্রেন্ডস, বাদামতলা আষাঢ় সংঘ, খিদিরপুর পল্লী শারদীয়া, হরিদেবপুর বিবেকানন্দ স্পোটিং ক্লাব, ঠাকুরপুকুর এস বি পার্ক, বেহালা ক্লাব, কাকুড়গাছি মিতালী, বাঁশদ্রোনী একতা, একডালিয়া এভারগ্রীন, বোসপুকুর তালবাগান, নেতাজি জাতীয় সেবাদল সহ মোট ৪০টি পুজা কমিটি তালিকাভূক্ত ছিল এই অতিথি পত্রে।

জানা গিয়েছে, দু একটি পূজা কমিটি বাদে প্রায় প্রতিটি পূজা কমিটিই সাদরে গ্রহণ করেছে এই কার্ডধারী দর্শকদের। এজন্য বাংলা রিপোর্টার্স গিল্ডের পক্ষ থেকে এই সমস্ত পূজা কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে বলে জানা গিয়েছে।

বাংলা রিপোর্টার্স গিল্ডের পূজা কমিটির সভাপতি হামিদ আহমেদ ও সম্পাদক রবিশঙ্কর আচার্য্য যৌথভাবে জানিয়েছেন, বিগত বছরগুলোর মতো এবছরেও তারা শারদ সম্মান প্রদানের আয়োজন করেছিলেন। কোলকাতার মোট ৪২ টি পূজা কমিটিকে তারা “সেরা বাংলা শারদ সম্মান”এ ভূষিত করেছেন বলে জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.