বাংলা রিপোর্টার্স গিল্ডের বর্ষ উদযাপন অনুষ্ঠান বেহালায়

Spread the love

বাংলা রিপোর্টার্স গিল্ডের বর্ষ উদযাপন অনুষ্ঠান বেহালায়

নিজস্ব প্রতিনিধি (কলকাতা) : বাংলার অন্যতম সাংবাদিক সংগঠন বাংলা রিপোর্টার্স গিল্ডের ২৩ তম বর্ষ উদযাপন অনুষ্ঠান হয়ে গেল বেহালায় ‘কলকাতা ব্লাইন্ড স্কুলে’র প্রেক্ষাগৃহে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক জাঁকজমক পূর্ন অনুষ্ঠানে সমাজের বিশিষ্ঠ গুণীজন, সাংবাদিক, আইনজীবি ও সংগঠনের সদস্য সহ ৬২ জন বিশিষ্ঠ মানুষকে স্মারক ও মানপত্র দিয়ে সম্মান জানানো হয়। অনুষ্ঠানের শেষ দিকে ছিল সঙ্গীতের আসর।

 

 

 

অনুষ্ঠানে উপস্থিত বক্তাদের মধ্যে রাজ্যের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ তাই তাদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে গর্বিত মনে হচ্ছে।

বেহালা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অরুণ ঘোষ বলেন, “দীর্ঘদিন ধরে আমি এই সংগঠনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছি, আজ এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে দেখে খুব ভালো লাগছে, বাংলা রিপোর্টার্স গিল্ডের আরও উন্নতি হোক — এই কামনা করি।”

প্রবীণ সাংবাদিক অমর নস্কর বলেন, “বর্তমানে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সাংবাদিকদের চলতে হচ্ছে, তারই মধ্যে বাংলা রিপোর্টার্স গিল্ড ২৩ টা বছর পার করে ফেললো— এটা কম কথা নয়। আজ এই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুশি।”

এদিন অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন — মন্ত্রী দিলীপ মণ্ডল, বেহালা সাউথ সুবার্বন ট্রেডার্স এ্যাসোসিয়েনের সাধারণ সম্পাদক অরুণ ঘোষ, কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার আলোক স্যান্যাল, বিশিষ্ঠ আইনজীবি সুব্রত মিস্ত্রি, বিশিষ্ঠ সমাজসেবী বিকাশ মণ্ডল, বিশিষ্ঠ লেখক পিন্টু পোহান প্রমুখ।

 

সাংবাদিকদের মধ্যে ছিলেন — বিমল বন্দোপাধ্যায় (বর্তমান), অমর নস্কর (দুর্বার কলম), আনিসুর রহমান (এ.বি.এন নিউজ), অরুণ লোধ (আনন্দবাজার), বরুণ মণ্ডল (আলিপুর বার্তা), বিভাস লোধ (ফ্রিল্যান্স) প্রমুখ।

বাংলা রিপোর্টার্স গিল্ডের পক্ষে উপস্থিত ছিলেন — সভাপতি বিপিনেশ কুমার পাণ্ডে, কার্যকরী সভাপতি (যুগ্ম) রবিশঙ্কর আচার্য্য ও রিমা শিকদার, চেয়ারম্যান (যুগ্ম) সুপ্রতীক বর্মণ, হামিদ আহমেদ, সাধারণ সম্পাদক পরিমল কর্মকার, সাংগঠনিক সম্পাদিকা গীতশ্রী পাল, বিশেষ উপদেষ্টা দেবব্রত নন্দী, সহ: সভাপতি নগেন সাধুখা, সহ: সম্পাদক স্বপন নস্কর, গৌতম দাস, প্রতীক রায় চৌধুরী, সন্যাসী দাস, অমরনাথ দে, উজ্জ্বল বল, সুচন্দ্রা মতিলাল, রোমিও দাস, প্রবোধ কুমার সাহা, ডলি সিনহা, বিনয় অধিকারী, মনোজিত দে প্রমুখ।

 

সবশেষে বলতেই হয়, অনুষ্ঠানে বক্তাদের মুল্যবান কিছু বক্তব্য, বিশিষ্ঠ ব্যাক্তিদের সম্বর্ধনা জ্ঞাপন এবং সবশেষে সঙ্গীতের এক অনন্য সুন্দর আসর এদিনের অনুষ্ঠানকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.