কালীঘাটের কাকু’র স্ত্রী বাণী ভদ্র প্রয়াত
পরিমল কর্মকার (কলকাতা) : মঙ্গলবার (২৭ জুন) ভোর রাতে বেহালার বাড়িতে প্রয়াত হলেন “কালীঘাটের কাকু” ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের স্ত্রী বাণী ভদ্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু ঘটেছে।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই বাণী দেবী অসুস্থ ছিলেন। নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁকে দেখভাল করতেন স্বামী সুজয় কৃষ্ণ ভদ্র। কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে এখন জেল হেফাজতে রয়েছেন তিনি। তাই আপাতত: বাণী দেবীর দেখাশুনা করছিলেন তাঁর মেয়ে-জামাই।
স্ত্রীর শেষকৃত্যের জন্য সুজয় কৃষ্ণ ভদ্রকে এদিন জেল হেফাজত থেকে সাময়িক সময়ের জন্য মুক্ত করে বেহালার বাড়িতে নিয়ে আসা হয়। এব্যাপারে এলাকার অধিকাংশ মানুষই বলছেন, “সুজয় বাবুর জন্য নানা দুশ্চিন্তার কারণেই বাণী দেবীর মৃত্যু ঘটলো।”
প্রসঙ্গত: নিয়োগ দুর্নীতি মামলায় গত ৩০ মে ইডি’র হাতে গ্রেফতার হয়েছেন “কালীঘাটের কাকু” ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। অভিযোগ, চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন তিনি। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বেশ কিছু নথিপত্র ও কয়েক লক্ষ টাকা। এমনকি তার গোটা দশেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে বলেও ইডি’র দাবি। চাকরি দুর্নীতি মামলায় জেল হেফাজতে থাকা কুন্তল ঘোষ ও মানিক ভট্টাচার্যর সঙ্গেও তার যোগাযোগের প্রমাণ মিলেছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।