নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া :- কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দফতর ও অরবিন্দ স্যোসাইটি যৌথ উদ্যেগে পুরষ্কৃত করা হলো বাঁকুড়ার মুরলীগঞ্জ বনপদ হাই স্কুল কে।,বাঁকুড়া থেকে আমরা দিল্লীতে গিয়ে অভিভূত। ১লা ও ২রা মার্চ,২০২০,দিল্লী IIT-র Dogra সভাগৃহে একটা গোটা ভারতবর্ষ কে দেখলাম।ভারতবর্ষের ২৮ টি রাজ্য ও ৮ টি কেন্দ্র শাষিত অঞ্চলের প্রতিটি থেকে নির্বাচিত শিক্ষক শিক্ষিকা রা উপস্থিত হয়েছিলেন তাঁদের উদ্ভাবনী বিভিন্ন কৌশল নিয়ে। তাঁরা এ দেশের প্রত্যন্ত্যতম প্রান্তের তাদের বিদ্যালয়ের প্রয়োজনে উদ্ভাবন করেছেন এবং সার্থক ভাবে প্রয়োগ করেছেন বিভিন্ন অভিনব কৌশল।সারা ভারতবর্ষ থেকে জমা পরা প্রায় পাঁচ লক্ষ এমন উদ্ভাবনী কৌশল থেকে নির্বাচিত এমন গুণীজনদের জাতীয় স্তরে পুরষ্কৃত করে সম্মান জানালেন শ্রী অরবিন্দ সোসাইটি ,NCTE,মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক-র এই যৌথ মঞ্চ।মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এর মাননীয় মন্ত্রী শ্ৰী রমেশ পোখরিয়াল পুরষ্কার তুলে দিলেন এই সমাজ গড়ার কারিগর দের হাতে।এমন এক মিলনক্ষেত্রে উপস্থিত থাকার ,পুরো ভারতবর্ষকে একটি সভাগৃহে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ শ্ৰী অরবিন্দ সোসাইটি ও NCTE।প্রকৃত অর্থেই ভারত দর্শন হল I
তবে আমার এখানে উপস্থিত থাকতে পারার আসল যে কারণ অর্থাৎ আমাদের যে বিষয় ছিল “বিদ্যালয় স্তরে ECOBRICKS এর সফল রূপায়ন”-এই ভাবনাটি আমাদের মাননীয় মহকুমাশাসকশ্রী Manas Mandal মহাশয়ের।প্রধানত তাঁর উদ্যোগেই এই কাজ শুরু করি আমরা।এই কাজে প্রতিনিয়ত অনুপ্রেরণা পেয়েছি আমাদের প্রিয় দাদা শ্রী Shyamal Santra,মাননীয় মন্ত্রী ,Govt. of West Bengal, মাননীয়া Sankalita Chatterjee ,যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, জয়পুর, শ্রী Bittu Bhowmik,সমষ্টি উন্নয়ন আধিকারিক, জয়পুর শ্রী Bishnu Pada Bagdi,অবর বিদ্যালয় পরিদর্শক, মাননীয়া সুমিতা বেসরা, সহকারী অবর বিদ্যালয় পরিদর্শক ,আমাদের প্রিয় Rahamatulla Khanরহমত দা ও আরো অনেকের ।সুষ্ঠ ভাবে এই কাজ বিদ্যালয়ে চালাতে আমার সকল সহকর্মী ও ছাত্রছাত্রীদের ভূমিকার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়।বিশেষ ভাবে উল্লেখ করতে চাই আমাদের প্রাক্তন BDO সাহেব মাননীয় Dhrubapada Sandilya মহাশয়ের, যাঁর সস্নেহ সাহচর্য আমাকে ব্যক্তিগত ভাবে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে।